কুপওয়ারা: পাকিস্তান থেকে কাশ্মীরে অনুপ্রবেশের (infiltration) সময় এক জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা (Indian Army) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের (J&K police) যৌথ বাহিনী। তার বাকি দুই সঙ্গী জখম অবস্থায় পাকিস্তানে পালিয়ে গেছে বলে জানা গেছে প্রশাসন সূত্রে। ১৫ ও ১৬ তারিখের মাঝে রাতে এই ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা (Kupwara) জেলার সাইদপোরা (Saidpora) এলাকার তাঙ্গধার সেক্টরে (Tangdhar sector)।
এপ্রসঙ্গে শ্রীনগর থেকে প্রতিরক্ষা দফতরের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, বুধবার মাঝরাতে পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের (PoJK) দিক থেকে তিনজন জঙ্গি সীমান্ত টপকে ভারতে (India) আসার চেষ্টা করছিল। বিষয়টি দেখতে পেয়ে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ গুলি চালাতে শুরু করে। এর ফলে ঘটনাস্থলেই খতম হয় এক জঙ্গি। আর তার বাকি দুই সঙ্গী জখম অবস্থায় রাতের অন্ধকারে ফের পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে এক জঙ্গির মৃতদেহ, একটি একে সিরিজের রাইফেল, একটি লাইট অটোমেটিক আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগাজিন, দুটি গ্রেনেড ও টাকা উদ্ধার হয়েছে।
Kupwara| J&K police & army intercepted infiltration attempt by terrorists at night in the Saidpora area of Kupwara district. One terrorist killed. Search operations are underway.Two rifles, ammunition & currency notes were recovered from counter side: Yougal Manhas,SSP Kupwara pic.twitter.com/rXbNuaYESs
— ANI (@ANI) February 16, 2023
A thorough joint search operation was launched along with JKP in the morning, resulting in recovery of one dead terrorist, one AK series rifle, one light automatic weapon, six magazines, two grenades and large quantity of war-like stores: PRO (Defence) Srinagar
— ANI (@ANI) February 16, 2023
Alert troops detected movement of 3 terrorists across own side of LoC. An intense firefight ensued, resulting in elimination of one terrorist, while grievously injuring the other. The injured managed to flee to PoJK, alongwith the 3rd, taking advantage of darkness: PRO (Defence)
— ANI (@ANI) February 16, 2023