নয়াদিল্লিঃ ফোন কেনার টাকা চাই। কিন্তু স্ত্রীর এই দাবি না মেটাতে পারায় খুন হতে হল এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামতাড়া জেলার মিহিজামের পাইপলাইন এলাকায়। মৃতের নাম মহাবীর যাদব। বয়স ৪০। বিহারের বাসিন্দা। বেশ কয়েক বছর ধরেই পরিবার নিয়ে জামতাড়ায় থাকছিলেন তিনি।
জানা গিয়েছে, খুনের ঘটনাটি ঘটে গত রবিবার রাতে। অভিযোগ, স্বামীর কাছে ফোন কেনার টাকা চেয়েছিলেন স্ত্রী। তা দিতে অস্বীকার করায় স্বামী স্ত্রীর মধ্যে তুমুল বচসা বাঁধে। বচসা চরমে পৌঁছলে স্বামীকে চুরি দিয়ে আঘাত করে স্ত্রী। এরপর তাঁকে কুপিয়ে খুন করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহাদেবের। বাড়ি থেকেই গ্রেফতার করা হয় মৃতের স্ত্রীকে। উদ্ধার করা হয় খুনের জন্য ব্যবহৃত অস্ত্র। জানা গিয়েছে, পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে স্ত্রী। তিনি জানান, ফোন কেনার জন্য টাকার দরকার ছিল। তা চাইতে দিতে পারবেন না বলে জানান স্বামী। এরপরই আর মাথার ঠিক রাখতে পারেনি তরুণী। বচসা চরমে পৌঁছতে স্বামীকে খুন করে বসে সে। অন্যদিকে ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ফোন কিনে না দেওয়ার স্বামীকে কুপিয়ে খুন স্ত্রীর
Jharkhand Woman Stabs Husband To Death Over Money, Phone https://t.co/vPjl4SIKBO pic.twitter.com/APLDS9dszz
— NDTV (@ndtv) September 22, 2025