রাঁচি, ২২ জুলাইঃ ঝাড়খণ্ডের (Jharkhand) গাড়োয়া জেলায় দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ। দূর সম্পর্কের এক আত্মীয়ের বিরুদ্ধে উঠেছে সেই অভিযোগ। অভিযুক্ত বছর ২২-এর যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যৌন লালসা কোন সাংঘাতিক পর্যায়ে পৌঁছে গেলে একটি দু বছরের শিশুকে দেখে কাম উদ্দীপনা জাগে শরীরে। এই অপরাধ কি কেবলই যৌন লালসার জন্যে নাকি মানসিক বিকার স্বাভাবিক না হওয়ার কারণে!
সোমবার, ২১ জুলাই ধর্ষণের ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা শিশুর বাবা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পরের দিনই গ্রেফতার হয়েছে অভিযুক্ত যুবক। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে।
দু বছরের শিশুকে ধর্ষণ
শিশুটির বাবা এফআইআর-এ জানান, সোমবার মেয়েকে নিয়ে তিনি বেরিয়েছিলেন। রাস্তায় একটি ভাঙা ট্র্যাক্টরের কাছে অনেকে ভিড় করেছিলেন দেখে মেয়েকে নিয়ে তিনিও সেখানে যান। কিছুক্ষণ পর সেখানে এসে পৌঁছয় অভিযুক্ত যুবক। অভিযুক্ত শিশুটিকে তাঁর সঙ্গে নিয়ে হাঁটা দেয়। ওই ব্যক্তি ভেবেছিলেন, সম্পর্কে আত্মীয় ওই যুবক তাঁর মেয়েকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছেন। কিন্তু পথে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ করেন অভিযুক্ত।
বাবা বাড়ি ফিরে দেখেন, একরত্তি মেয়ে তখনও বাড়ি ফেরেনি। আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। এরপর ওই যুবক চুপিচুপি এসে শিশুটিকে বাড়িতে দিয়ে যায়। এদিকে মেয়ে বাড়ি ফেরার পর থেকেই অঝোরে কান্না শুরু করে। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কিছু একটা সমস্যা হচ্ছে তার শরীরে। সেই জন্যে তাকে হাসপাতালে নিয়ে যান তাঁরা। আর সেখানে গিয়েই গোটা বিষয়টি সামনে আসে।