ঝাড়খন্ডে গঠিত নতুন সরকারের ফ্লোর টেস্ট হতে চলেছে ৫ ফেব্রুয়ারী। কংগ্রেস নেতা গুলাম আহমেদ মীরের তরফে জানানো হয়েছে এমন তথ্য। ঝাড়খন্ডের বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের (Champai Soren) নেতৃত্বে বিধান সভায় হবে এই ফ্লোর টেস্ট।
গুলাম আহমেদ মীর জানিয়েছেন, যতক্ষন পর্যন্ত না ফ্লোর টেস্ট হচ্ছে ততক্ষন পর্যন্ত বিধায়কগুলিকে নিরাপদ স্থানের ক্যাম্পে রাখা রয়েছে। জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় ইডির হাতে হেমন্ত সোরেনের গ্রেফতারির পর ঝাড়খন্ড মুক্তি মোর্চা (Jharkhand Mukti Morcha) দলের তরফে রাজ ভবনে শপথ গ্রহন করেন হেমন্ত সোরেন।
৮১ সদস্য়ের ঝাড়খন্ড বিধানসভাতে ঝাড়খন্ড মুক্তি মোর্চার রয়েছে ২৯ টি আসন। এর সহযোগী কংগ্রেসের রয়েছে ১৭ টি আসন। আরজেডি এবং সিপিআইএমএর রয়েছে ১ টি করে আসন। ৪৩ টি আসন নিয়ে ইন্ডিয়া মহাজোটের ফ্লোর টেস্ট করার মতো যথেষ্ট শক্তি রয়েছে বলে মনে করা হচ্ছে।
চম্পাই সোরেন ৪৩ জন বিধায়ককে নিয়ে রাজভনে গিয়ে সরকার গড়ার দাবি জানান।
হেমন্ত সোরেনের অন্যতম সহযোগী চম্পাই, যিনি সাতবারের বিধায়ক এবং পরিবহন মন্ত্রীও ছিলেন ঝাড়খন্ডের।ঝাড়খন্ড মুক্তি মোর্চায় যুক্ত হওয়ার আগে তিনি একজন নির্দল সদস্য ছিলেন।
Jharkhand: Ruling alliance led by CM Champai Soren to face floor test on Feb 5
Read @ANI Story | https://t.co/hHPoqd64jt#JharkhandCM #ChampaiSoren #Jharkhand #floortest pic.twitter.com/R4C7FK21Zj
— ANI Digital (@ani_digital) February 3, 2024