Birsa Munda Airport (Photo: Twitter)

রাঁচি, ৩০ জুলাই: বোমা রাখা আছে বলে আবারও হুমকি রাঁচির (Ranchi) বিরসা মুন্ডা বিমানবন্দরে (Birsa Munda Airport)। শুক্রবার মেসেজের মাধ্যমে আবারও বোমা হামলার (Bomb Threat) হুমকি দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে হুমকি ফোন আসে। যদিও, পরে জানা যায় এটি ভুয়ো কল। গতকালই একথা জানিয়েছিলেন বিরসা মুন্ডা বিমানবন্দরের ডিরেক্টর কে এল আগরওয়াল। শুক্রবার একটি মেসেজ পাঠানো হয়। মেসেজে ২০ লাখ দাবি করা হয়, এটাও হুমকি দেওয়া হয় যে টাকা না দিলে বিমানবন্দরে বিস্ফোরণ ঘটবে।

বিমানবন্দরের কর্মকর্তারা হুমকি বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বিমানবন্দরের এক কর্তা বলেছেন, "পুলিশে অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে। গতকালও এক অজ্ঞাত একই ধরনের হুমকি দেয়। গতকালের কল সম্পর্কে রাঁচি পুলিশের সাইবার সেল তদন্ত করছে এবং যে ফোন করেছিল, তাতে খুঁজে বের কা হয়েছে।" আরও পড়ুন: Mumbai: ভুলবশত ম্যাগিতে ইঁদুর মারা বিষ মেশানো টমেটো, মৃত্যু মহিলার

বিমানবন্দর কর্তৃপক্ষ সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে যে ফোন করে রাঁচি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। উল্লেখযোগ্যভাবে, রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দর উদয়পুর বিমানবন্দরের সঙ্গে যৌথভাবে গ্রাহক সন্তুষ্টি সূচক সমীক্ষায় দেশের সেরা হিসাবে নির্বাচিত হয়েছে।