বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানীকে ভারতরত্ন দেওয়ার বিষয়ে বিভিন্ন স্থান থেকে প্রতিক্রিয়া এসেছে। খুশি লালকৃষ্ণ আদবানীর পরিবারও।
তবে এই বিষয়ে মুখ খুলল কংগ্রেস, শনিবার ঝাড়খন্ডের দুমকা থেকে কংগ্রেসের নেতা জয়রাম রমেশ জানান,'২০০২ সালে নরেন্দ্র মোদীকে বাঁচিয়েছিলেন লালকৃষ্ণ আডবানী, গোয়ায় (গুজরাটের) মুখ্যমন্ত্রীকে বাঁচিয়েছিলেন লালকৃষ্ণ আডবানী।
২০১৪ সালে গান্ধীনগরে এল কে আডবানী বলেছিলেন নরেন্দ্র মোদী আমার শিষ্য নয় কিন্তু একজন চমৎকার ইভেন্ট ম্যানেজার। আমি যখন তাদের দিকে দেখি আমি দুটি জিনিস মনে করি, এল কে আডবানী ২০১৪ সালে দেশের সামনে প্রধানমন্ত্রী মোদীর আসল চরিত্রটি তুলে ধরেছেন।'
১৪ মার্চের যাত্রা শুরুর পর থেকে ঝাড়খন্ডের দুমকায় এসে পৌছেছে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এলকে আডবানীরনাম ভারত রত্নের জন্য ঘোষণার পর কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হল প্রতিক্রিয়া।
#WATCH | Dumka, Jharkhand: On the announcement of Bharat Ratna for veteran BJP leader Lal Krishna Advani, Congress MP Jairam Ramesh says, "In 2002, LK Advani saved Narendra Modi...LK Advani saved the chief minister (Gujarat) in Goa...In 2014, in Gandhinagar, LK Advani said… pic.twitter.com/vWx1VZwIEn
— ANI (@ANI) February 3, 2024