সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি বৃহষ্পতিবার ২১ টি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন। নতুন এই প্রকল্পে রয়েছে ৯৪০০ কোটি টাকা খরচে ৫৩২ কিমি রাস্তা। রাঁচির ধুর্ভাতে এদিন প্রকল্পের শিলান্যাস করেন তিনি।
প্রকল্পের মধ্যে রয়েছে ২৬০ কিমির রাঁচি থেকে বারাণসী পর্যন্ত ৪ লেন করিডর। যার জন্য খরচ হবে ৭০০০ কোটি টাকা। এৎ ফলে রাঁচি থেকে বারানসী যাওয়া যাবে ৫ ঘন্টার মধ্যে।
এছাড়া ৬৩৫ কিলোমিটার ৪ লেনের রায়পুর ধানবাদ ইকোনমিক করিডর স্টি, কয়লা, সিমেন্ট সহ নানান খনিজ পদার্থ আনায়াসেই বিভিন্ন স্থানে পৌছতে সক্ষম হবে এই রাস্তা তৈরির পর।
এর পাশপাশি গড়কড়ি ১০ টি ন্যাশন্যাল হাইওয়ে প্রজেক্টের উদ্বোধন করেন। এর ফলে ঝাড়খন্ডের জামসেদপুর, বিস্টুপুরে ২২০ কিমি রাস্তা তৈরি করা হবে। যার জন্য খরচ হবে ৩৮৪৩ কোটি টাকা।
কেন্দ্রীয় মন্ত্রী গড়কড়ি জানান, রাঁচি জামসেদপুর রোডে কালীমন্দির থেকে বালিগুমা যাওয়ার রাস্তাটি ১৮৭৬ কোটি টাকা দিয়ে তৈরি করা হবে। এর ফলে ৪৫ মিনিটের যাত্রা মাত্র ৫ মিনিটেই সম্পূর্ণ করতে পারবেন যাত্রীরা।
Jharkhand: Nitin Gadkari inaugurates and lays foundation stones of National Highway projects in Ranchi, Jamshedpur
Read @ANI Story | https://t.co/A4Dmvb9gEb#Jharkhand #NitinGadkari #NationalHighway #Ranchi #Jamshedpur pic.twitter.com/scvumwXJie
— ANI Digital (@ani_digital) March 23, 2023