Jharkhand HC: ১৫ বছরের মুসিলম কন্যারা নিজেদের পছন্দে বিয়ে করতে পারেন, জানাল আদালত
Jharkhand High Court (Photo Credit: Wikipedia)

রায়পুর, ১ ডিসেম্বর: ১৫ বছর কিংবা তার বেশি বয়সী মুসলিম (Muslim) মেয়েরা নিজেদের পছন্দ মত কাউকে বিয়ে করতে পারেন। ১৫ বছর বা তার বেশি বয়সী কিশোরীদের বিয়ের ক্ষেত্রে তাঁদের পরিবারর মানুষ কোনওভাবে বাধা দিতে পারেন না। এবার এমনই জানাল ঝড়খণ্ড হাইকোর্ট। মুসলিম পার্সোনাল ল-এর উদাহরণ টেনে এবার ঝাড়খণ্ড হাইকোর্টের তরফে এই রায় দেওয়া হয়েছে। সম্প্রতি বছর ২৪-এর সোনুবিয়ে করতে যান বছর ১৫-র এক মুসলিম কন্যাকে। সোনুর সঙ্গে বিয়ে দেওয়া হবে না বলে বাধা দেয় মুসলিম কিশোরীর পরিবার।

মুসিলম কিশোরীর পরিবার এই বিয়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলে, তাকে চ্যালেঞ্জ করে পালটা আদালতের দ্বারস্থ হন সোনু। এরপরই সোনুর পক্ষে রায় দিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের (Jharkhand High Court) তরফে জানানো হয়, ১৫ বছর বা তার বেশি বয়সীরা নিজেদের পছন্দ মত বিয়ে করতে পারেন। সে ক্ষেত্রে পরিবার কোনও বাধা দিতে পারবে না বলে স্পষ্ট জানানো হয়।