রাঁচি, ১৯ অক্টোবর: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে (Jharkhand Assembly Elections 2024) প্রথম দফায় ৬৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি (BJP)। রাজ্যের ৮১টি আসনের মধ্যে এনডিএ-র ছাতার তলায় বিজেপি ৬৮টি, আইজেসু ১০টি, জেডিইউ ২টি ও এলজেপি (রামবিলাস) ১টি-তে লড়বে। ঝাড়খণ্ড বিজেপি-র সভাপতি তথা মুখ্যমন্ত্রীর লড়াইয়ে থাকা বাবুলাল মারান্ডি লড়বেন তাঁর পছন্দের ধানওয়ার কেন্দ্র থেকেই। জেএমএম ছেড়ে বিজেপিতে আসা বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন লড়বেন সেরাইকেল্লা থেকে।
রাজ্যে গত বিধানসভা আসনে বাবুলাল মারান্ডি তাঁর দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চার হয়ে এই ধানওয়ার কেন্দ্র থেকে লড়ে বিজেপিকে হারিয়ে ছিলেন। ২০১৯ ঝাড়খণ্ড বিধানসভা ভোটে ধানওয়ারে চিরুনী চিহ্নে লড়ে ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল ১৮ হাজারের বেশী ভোটে হারান বিজেপির লক্ষ্মণপ্রসাদ সিং-কে। এরপর ঝাড়খণ্ডে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল নিজের দলকে বিজেপিতে মিশিয়ে দেন। অমিত শাহ, জেপি নাড্ডা-রা তারপর বাবুলাল মারান্ডিকে ঝাড়খণ্ড বিজেপির সভাপতি করেন। বাবুলালের নেতৃত্বে লড়ে ক মাস আগে ঝাড়খণ্ড লোকসভা ভোটে ১৪টি-র মধ্যে বিজেপি জেতে ৯টি-তে।
ঝাড়খণ্ডে প্রার্থী ঘোষণা বিজেপির
BJP releases the first list of 66 candidates for the #JharkhandElection2024
Party's state chief Babulal Marandi to contest from Dhanwar, Lobin Hembrom from Borio, Sita Soren from Jamtara, former CM Champai Soren from Saraikella, Geeta Balmuchu from Chaibasa, Geeta Koda from… pic.twitter.com/uXhfDpfTxq
— ANI (@ANI) October 19, 2024
হেমন্ত সোরেন জেলে যাওয়ার পর যাকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী করেছিলেন সেই চম্পাই সোরেন ভোটের কয়েক মাস আগে জেএমএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। শিবু সোরেনের অত্যন্ত ঘনিষ্ঠ সেই চম্পাই-কে সেরাইকেল্লা থেকে প্রার্থী করল গেরুয়া শিবির। গত চারটি বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছেন চম্পাই। এতদিন বিজেপিকে হারানো চম্পাই এই প্রথম লড়বেন পদ্ম-প্রতীকে। গত বিধানসভায় জেএমএম-র প্রতীকে ঝাড়খণ্ডের বাঘ হিসেবে পরিচিত চম্পাই ১৬ হাজার ভোটে হারিয়েছিলেন বিজেপির গণেশ মাহালি-কে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডার স্ত্রী মীরা মুন্ডাকে টিকিট দেওয়া হয়েছে পোটকা বিধানসভা আসন থেকে। কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা সিংভূমের প্রাক্তন সাংসদ গীতা কোডা পদ্ম প্রতীকে লড়বেন জগন্নাথপুর থেকে।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেনের পুত্রবধু সীতা সোরেন জেএমএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই সীতা সোরেনকে জামতারা আসনে প্রার্থী করল গেরুয়া শিবির। দুবারের বিধায়ক সীতা সোরেন কয়েক বছর আগে ঘুষ কাণ্ডে জেল খেটেছিলেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে বিবাদের পর সীতা শ্বশুরের তৈরি করা দল জেএমএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। একটা সময় জামতারা আসন থেকে জিততেন শিবু সোরেন। গত দুটি বিধানসভা আসনে জামতারায় জিতেছেন কংগ্রেসের ইরফান আনসারি।