দেওঘর, ৭ জুলাইঃ সুরাটের (Surat) পর এবার ঝাড়খণ্ডের দেওঘর (Deoghar)। ধসে পড়ল তিনতলা বাড়ি। ধ্বংসস্তূপের নীচে আবাসিকদের চাপা পড়ার খবর মিলছে। বাড়ি ধসে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। ধ্বংসাবশেষ সরিয়ে শুরু হয়েছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই ধ্বংসস্তূপ থেকে দুই শিশুকে সুরক্ষিতভাবে উদ্ধার করেছে এনডিআরএফ। আহতদের উদ্ধার করে দেওঘর এমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রবিবার সকাল ৬টা নাগাদ দেওঘরের বামবাম ঝা পাথে সীতা হোটেলের কাছে পুরনো ওই তিনতলা বাড়িটি ধসে পড়ে বলে জানা যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে একটি দল পাঠিয়েছেন। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে নিজে গিয়ে উদ্ধারকাজ পর্যবেক্ষণ করছেন। সাংসদ জানান, দেওঘরের পুলিশ সুপার এবং দেওঘরের ডেপুটি কমিশনার ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযানের পাশাপাশি দুর্ঘটনা কবলিতদের জন্যে ত্রানের ব্যবস্থা করা হচ্ছে।
দেওঘরে ধসল বহুতল...
#BreakingNews: House collapse in #Jharkhand's Deoghar
At least 10 believed to be trapped#NDRF rescue operations underway
Times Network's @sohansingh05 shares more details#Deoghar | @aayeshavarma pic.twitter.com/wNvHhbtONy
— Mirror Now (@MirrorNow) July 7, 2024
দেওঘরের (Deoghar) ডেপুটি কমিশনার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, 'মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার অধীনে সীতা হোটেলের কাছে বিল্ডিং ধসে পড়ায় ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্বাস্থ্য বিভাগের একটি দলকে পাঠানো হয়েছে। চলছে উদ্ধার কাজ'।