ভোটার কার্ড (File pic)

রাঁচি, ৭ ডিসেম্বর: চলছে ঝাড়খণ্ড বিধানসভার (Jharkhand Assembly) দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আজ শনিবার মোট ২০ টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার ১২ শতাংশ। সকাল ১১ টা পর্যন্ত গড়ে ২৮.৫ শতাংশ ভোট পড়েছে। যার মধ্যে ৩৬.৭৩ শতাংশ ভোট নিয়ে সবচেয়ে বেশি ভোট পড়েছে মাঝগাঁওয়ে। ২০.৬ শতাংশ নিয়ে সবচেয়ে কম ভোট পড়েছে জামশেদপুর পশ্চিমে। সকাল সকাল নিজের কেন্দ্র ভালুবাসায় ভোট দিতে পৌঁছে যান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস (CM Raghubar Das) বলে খবর। ভোটগ্রহণ পর্বের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন- Jharkhand Assembly Elections 2019 Phase 2 Live News Updates

প্রথম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গত ৩০ নভেম্বর। এদিন নিরাপত্তা রক্ষীদের ওপর ঝাঁপিয়ে পড়ে একদল। রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই আত্মরক্ষার্থে গুলি চালাতে হয় পুলিসের এডিজি মুরারী লাল মিনাকে। তখনই তাঁর ছোঁড়া গুলিতে মারা যান একজন। ঘটনাস্থল সিসাই বিধানসভা কেন্দ্র। এছাড়া খবর মিলেছে, বাহারাগোড়া বিধানসভা এলাকায় ভোটের কাজ চলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক পুলিসকর্মীর মৃত্যু হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি লক্ষ্মণ গিলুভা এবং জামশেদপুর থেকে নির্দল প্রার্থী ভোট দিয়েছেন। জামশেদপুর পূর্বের বেশ কিছু বুথে বিকল ইভিএমের (EVM) কারণে ভোটগ্রহণ শুরু হতে দেরি হয়। বিজেপি বনাম জেএমএম-কংগ্রেস-আরজেডি মহাজোটের লড়াই চলছে। ৫ দফায় হবে নির্বাচন (Elections)। আরও পড়ুন: Unnao Rape Survivor Death: উন্নাও নির্যাতিতার মৃত্যুতে 'মর্মাহত' উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিচারের আশ্বাস

এদিন ২০ টি কেন্দ্র মিলিয়ে মোট ছটি জেলায় চলছে ভোটগ্রহণ। নির্বাচনে মাওবাদী হামলার আশঙ্কা প্রবল। নিরাপত্তার (Security) কারণে ৪২ হাজারের বেশি রক্ষী মোতায়েন রয়েছে। ৪৮ লক্ষের বেশি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ঘাটশিলা, সরায়কেলা, বাহারগোড়া, চাঁইবাসা, পূর্ব ও পশ্চিম জামশেদপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রের নির্বাচন হচ্ছে এই এদিনের পর্বে।