প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ ঝাড়খণ্ডের(Jharkhand) স্কুলে ধুন্ধুমার কাণ্ড। দশম শ্রেণির ৮০ জন ছাত্রকে শার্ট(Shirt) খুলে বাড়ি পাঠানোর অভিযোগ উঠল অধ্যক্ষের বিরুদ্ধে। শুধু ব্লেজার গায়ে জড়িয়ে বাড়ি যেতে হয় পড়ুয়াদের এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিভাবকেরা। জানা গিয়েছে, ওই দিন দশম শ্রেণির পরীক্ষার শেষ দিন থাকায় আবেগপ্রবণ হয়ে একে অপরের শার্টের পিছনে নানা বার্তা লিখেছিল পড়ুয়ারা। অনেক ক্ষেত্রেই বন্ধুরা বিদায়ের দিনে এমন করে থাকেন। কিন্তু বিষয়টি অধ্যক্ষের চোখে পড়তেই চটে তিনি। ছাত্রীদের ডেকে বকাঝকা শুরু করেন। অধ্যক্ষের কাছে ক্ষমাও চায় ছাত্রীরা। কিন্তু তাতেও লাভ হয়নি। এরপর ৮০ জন ছাত্রীকে 'বার্তা' লেখা ওই জামাগুলি খুলে ফেলার নির্দেশ দেন প্রধান শিক্ষক।

অধ্যক্ষের কার্যকলাপে শোরগোল ঝাড়খণ্ডে

শেষমেশ শার্ট ছাড়া শুধুমাত্র ব্লেজার পরেই বাড়ি ফিরতে হয় ওই শ্রেণির পড়ুয়াদের। বিষয়টি প্রকাশ্যে আসতেই ঝাড়খণ্ড জুড়ে শুরু হয় শোরগোল । স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। পুলিশ এবং জেলা শাসকের কাছেও অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই চার সদস্যের একটি দল গঠন করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কথা বলা হচ্ছে ছাত্রীদের সঙ্গে। অভিযোগ প্রমাণিত হতে অধ্যক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ধানবাদের ডেপুটি কমিশনার।

৮০ ছাত্রীকে জামা খুলিয়ে বাড়ি পাঠালেন অধ্যক্ষ