রায়পুর, ৫ মে: হাওয়া ভরার সময় জেসিবি-র টায়ার ফেটে (JCB Tyre Bursts) মৃত্যু হল ২ জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রায়পুর জেলায় সিতারা শিল্প তালুকের (Sitara Industrial Area) একটি গাড়ির ওয়ার্কশপে। টায়ার ফাটার ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে একজন শ্রমিক জেসিবি-র বিশাল টায়ারে হাওয়া ভরছেন। এরপর আরেকজন এসে হাওয়ার পরিমাণ পরীক্ষা করার জন্য টায়ারে চাপ দেন, এরপরই টায়ারটি বিকট শব্দে ফেটে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে টায়ার ফেটে ওই দুই ব্যক্তি উড়ে যাচ্ছেন।
দেখুন ভিডিও:
In Video, JCB Tyre Bursts While Air Being Filled, 2 Blown Into Pieces https://t.co/UrxF5H2AOW pic.twitter.com/JPzVBudqiX
— NDTV (@ndtv) May 5, 2022
পুলিশ জানিয়েছে, দুই শ্রমিকেরই মৃত্যু হয়েছে। তাঁদের শরীর টুকরো টুকরো হয়ে যায়। তাঁরা রেওয়া জেলার বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।