Jaya Verma Sinha: ভারতের ইতিহাসে প্রথম মহিলা, রেলওয়ে বোর্ডের চেয়ারপার্সন জয়া ভার্মা সিনহা
Photo Credits: ANI

নয়াদিল্লি: ওড়িশার বালাসোরা বাহানাগা স্টেশনের কাছে হওয়া করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর রেলওয়ের তরফে তিনিই সবার সামনে এসেছিলেন। রেলওয়ের তরফে সমস্ত জবাব দিচ্ছিলেন জয়া ভার্মা সিনহা (Jaya Verma Sinha)। বৃহস্পতিবার যেন তারই পুরস্কার পেলেন তিনি।

দেশের প্রথম মহিলা হিসেবে দায়িত্ব পেলেন ভারতীয় রেলওয়ে বোর্ডের (Railway Board) চেয়ারপার্সন ও সিইও (CEO)-র। রেলমন্ত্রক বৃহস্পতিবার তাঁকে এই পদে নিয়োগ করেছে। সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে জয়া ভার্মার নিয়োগে সম্মতি দিয়েছে ক্যাবিনেটের নিয়োগ কমিটি। ১ সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব পালন করবেন।

রেলওয়ে বোর্ডের তরফে জানা গেছে, বর্তমানে জয়াদেবী রেলওয়ে বোর্ডের অপারেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। প্রায় ৩৫ বছর ধরে রেলওয়েতে কর্মরত জয়া ভার্মা ১ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রেলওয়ে বোর্ডের চেয়ারপার্সন পদে থাকবেন। আরও পড়ুন: Maharashtra Mantralaya: মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে কথা বলতে না পেরে মুম্বইয়ের মন্ত্রিসভা উড়িয়ে দেওয়ার হুমকি