দিল্লি, ২৯ সেপ্টেম্বর: জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) জেট ক্র্যাশ ইঙ্গিত। হরিশ রউফকে মহাষষ্ঠীর দিন পালটা কড়া ইঙ্গিত করলেন বুমরা। ম্যাচের মাঝে হরিশ রউফের (Haris Rauf) ইউকেট নিয়ে বুমরা যখন জেট ক্র্যাশ ইঙ্গিত করেন, তখন দুবাইয়ের গ্যালারি থেকে ভারতীয় দর্শকের প্রবল হর্ষধ্বনি ফেটে পড়ে। হরিশ রউফ এর আগের ম্যাচে যখন আহমেদাবাদের বিমান দুর্ঘটনার ইঙ্গিত করে ভারতে কটাক্ষ করেন, রবিবারের ফাইনাল ম্যাচে তার পালটা ফিরিয়ে দেন জসপ্রীত বুমরা। ভারতীয় ফার্স্ট বোলারের সেই ইঙ্গিতবাহী ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়ে যায়।
এবার বুমরার সমর্থনে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু (Kiren Rijiju)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে রিজিজু লেখেন, পাকিস্তান যা করেছে, তার জন্য এই শাস্তি তাদের প্রাপ্য। পাকিস্তানের এই শাস্তি একদম সঠিক বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।
দেখুন কী লিখলেন কিরণ রিজিজু...
Pakistan deserves this punishment pic.twitter.com/vBV3X0TdPU
— Kiren Rijiju (@KirenRijiju) September 28, 2025
অপারেশন সিঁদূরের পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে। ভারত কোনওরকম সম্পর্ক পাকিস্তানের সঙ্গে রাখবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। এরই মাঝে এশিয়া কাপে ভারত, পাকিস্তান মুখোমুখি হলে, ফাইনালেও সেই মাঠের যুদ্ধ দেখা যায়। আর সেখানেই এবার পাক ক্রিকেটর হরিশ রউফকে আউট করে, আমেদাবাদ বিমান দুর্ঘটনার কুইঙ্গিতের বদলা নেন জসপ্রীত বুমরা।
গত ১২ জুন লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে। আহমেদাবাদ থেকে ওড়ার সময় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। যার জেরে বহু মানুষের মৃত্যু হয়। সেই ঘটনা মনে করিয়ে দুবাইয়ের মাঠে কুইঙ্গিত করেন হরিশ রউফ। যার গুনে গুনে বদলা নেন জসপ্রীত বুমরা।