Photo Credits: PTI

প্রাথমিক প্রবণতা অনুসারে জংপুরা বিধানসভা কেন্দ্রে পিছিয়ে রয়েছেন আপ প্রার্থী মনীশ সিসোদিয়া। আজ সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গণনা। পোস্টাল ব্যালটের ফলে সামান্য এগিয়ে থাকলেও ইভিএম খুলতেই পিছিয়ে পড়েছেন জংপুরা বিধানসভা থেকে আপ প্রার্থী মনীশ সিসোদিয়া।

Big Update from #DelhiAssemblyElection2025

ফলাফল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আজ সকালে বলেন, "ফলাফলের দিন সবারই উদ্বেগ রয়েছে। আমরাও মানুষ... কিন্তু, আমাদের এই বিশ্বাস আছে যে আমরা সরকার গঠন করতে যাচ্ছি যেভাবে আমরা অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে কাজ করেছি। মানুষ সততা এবং কাজের রাজনীতিকে ভোট দিয়েছে। আমরা সরকার গঠন করতে যাচ্ছি যে তাদের সংখ্যাগরিষ্ঠতা ঘোষণা করা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হবে..."