কলকাতাঃ মুর্শিদাবাদ জেলার অন্তর্গত একটি লোকসভা কেন্দ্র হল জঙ্গিপুর। মোট সাতটি বিধানসভা কেন্দ্র যথা, সাগরদিঘি, লালগোলা,খড়গ্রাম,সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ ও নবগ্রাম নিয়ে এই কেন্দ্রটি গঠিত। এই কেন্দ্রের বর্তমান সাংসদ খলিলুর রহমান। এই কেন্দ্রের ভোটগ্রহণ ছিল ৭ই মে। চব্বিশের নির্বাচনে (Lok Sabha Election 2024) এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে দাঁড়িয়েছেন খলিলুর রহমানই। আর বিজেপি (BJP) দাঁড় করিয়েছে মাফুজা খাতুনকে।
২০১৯ সাল পর্যন্ত এই লোকসভা কেন্দ্রটি ছিল বাম ও কংগ্রেসের দখলে। ২০১৯ সালে প্রথম এই কেন্দ্রে সবুজ আবির ওড়ে। তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন খলিলুর রহমান। ৫ লক্ষ ৬২ হাজার ৮৩৮ ভোটে জিতেছিলেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পদ্ম প্রার্থী মাফুজা খাতুন। গতবার তিনি পেয়েছিলেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৬ ভোট। তৃতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়। তাঁর ঝুলিতে ছিল ২ লক্ষ ৫৫ হাজার ৮৩৬ ভোট। চব্বিশের নির্বাচনেও খলিলুরেই ভরসা রেখেছে তাঁর দল তৃণমূল কংগ্রেস। তাঁর প্রতিদ্বন্দ্বী চেনা মুখ মাফুজা খাতুন। বোঝাই যাচ্ছে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে গোটা দেশ।