Prashant Kishor. (Photo Credits: X)

পটনা (বিহার), ২৫ অগাস্ট: সক্রিয় রাজনীতির ময়দানে নেমে চালিয়ে খেলতে শুরু করেছেন ভোটগুরু প্রশান্ত কিশোর (Prasant Kishore)। আগামী বছর বিহার বিধানসভায় একাই সব আসনে লড়বে তার দল জন সূরয (Jan Suraaj)। এমন ঘোষণা করলেন পিকে। আর অন্য কোন দল না নেতা-নেত্রীদের জেতানো নয়, প্রশান্ত কিশোর এবার নিজেই ভোটের ময়দানে। আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন তার দল জন সূরয বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসতে চলেছে বলে দাবি করলেন পিকে। বিহারে তার দলের সরকার গঠিত হল, সেখানকার আর কোনও মানুষকে নিজের রাজ্য ছেড়ে দেশের অন্যত্র কাজ করতে যেতে হবে না বলে প্রতিশ্রুতি দিলেন জন সূরয পার্টির প্রধান প্রশান্ত কিশোর। ২০২৫ সালে তার দল সরকার গড়লে যাতে আর কোনও বিহারের মানুষকে অন্য়ত্র কাজ করতে যেতে না হয় তার জন্য সম্পূর্ণ ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে বলে দাবি করেছেন পিকে।

তার দল মহিলা নেত্রী তুলে আনার ব্যাপারে জোর দিচ্ছে বলে দেশের তারকা ভোটগুরু দাবি করেন। পিকে বললেন, " ২০২৫ বিহার বিধানসভায় তার দল ২৪৩টি আসনে লড়বে। তার মধ্যে আমাদের দলের অন্তত ৪০ জন মহিলা জিতে বিধানয়ক হবেন। আমরা বলছি, ২০৩০ সালের মধ্যে আমাদের দল জন সূরয থেকে ৭০-৮০ জন বড়মাপের মহিলা নেত্রী তৈরি হবে।" মহিলাদের আর্থিক স্বাধীনতার পক্ষে সওয়াল করে পিকে মহিলাদের আরও বেশী করে রাজনীতিতে যোগদানের অনুরোধও করেন।"

বিহারে ক্ষমতায় আসবে তার দল দাবি প্রশান্ত কিশোরের, ভিডিয়ো

পিকে-র প্রধান রাজনৈতিক শত্রু নীতীশ কুমার। একটা সময় নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডেই ছিলেন তিনি। কিন্তু নীতীশের সঙ্গ প্রবল মতবিরোধের পর তিনি জনতা দল ইউনাইটেড ছাড়েন। তারপর থেকে নীতীশের সঙ্গে পিকে-র সম্পর্কটা আদায় কাঁচকলায়। পিকে-র আন্দাজ ছিল বারবার শিবির বদল করায় ২০২৪ লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়ে নীতীশ কুমার রাজনীতিতে পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। কিন্তু লোকসভায় দারুণ ফল করে এখন কেন্দ্র নরেন্দ্র মোদী সরকারকে টিকিয়ে রেখে বড় বেশী প্রাসঙ্গিক হয়ে উঠেছেন নীতীশ। এদিকে, তার ভোটের কোনও ভবিষ্যতবাণী না মেলা, রাহুল গান্ধীকে প্রবল আক্রমণ করেও সুফল না পাওয়ায় পিকে সক্রিয় রাজনীতির আঙিনায় পুরোপুরি কোণঠাসা। এমন অবস্থায় বিহারের ভোটেই পাখির চোখ পিকে-র।