ভোটের আগের দুষ্কৃতীরাজ ক্রমশ উর্ধ্বমুখী বিহারে (Bihar)। আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম দফার নির্বাচন। নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে জারি আদর্শ আচরণবিধি। তারপরেও কোনওভাবেই দুষ্কৃতী তাণ্ডব কমছে না বিহারে। গতকাল হিন্দুস্তানী আওয়াম মোর্চোর এক প্রার্থীর ওপর পাথরবৃষ্টি করেছিল একদল যুবক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার জন সুরাজ পার্টির (Jan Suraaj Party) নেতাকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বিহারের মোকামায় ঘোষবেরিতে। ঘটনায় মৃত্যু হয়েছে দুলালচাঁদ যাদব নামে এক ব্যক্তির।
দুলাল যাদব এলাকার প্রভাবশালী নেতা ছিলেন
পুলিশসূত্রে খবর, প্রশান্ত কিশোরের দলের এক প্রার্থীর নির্বাচনী প্রচার চলছিল ওই এলাকায়। সেই সময়ই একদল দুষ্কৃতী এসে তাঁদের ওপর হামলা চালায়। ওই এলাকায় যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি ছিলেন দুলাল। তাঁকে লক্ষ্য করেই দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পেছনে স্থানীয় জেডিইউ বিধায়কের দাবি হাত রয়েছে বলে দাবি জন সুরাজ পার্টির নেতৃত্বের।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরাই দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। কে্ বা কারা তাঁর ওপর হামলা করেছে সেটাও এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরুল করেছে পুলিশ। যদিও আদৌ নিরপেক্ষ তদন্ত হবে কিনা, সেই নিয়ে সংশয় প্রকাশ করেছে জন সুরাজ পার্টির নেতৃত্ব।