Prashant Kishore. (Photo Credits: X)

Jan Suraaj Party Candidate List: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Elections 2025) দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করল ভোটগুরু প্রশান্ত কিশোরের ( Prashant Kishor) জনসূরয পার্টি (Jan Suraaj Party)। সোমবার দ্বিতীয় দফায় ৬৫টি আসনে প্রার্থী তালিকায় নাম থাকল না জনসূরজ পার্টির প্রধান প্রশান্তের। গত সপ্তাহেই প্রথম দফায় ৫১টি ও আজ, সোমবার দ্বিতীয় দফায় ৬৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল জনসূরজ পার্টি। বিহারে ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে প্রশান্ত দল এখনও পর্যন্ত ১১৬টি আসনে প্রার্থীপদ ঘোষণা করল। তবে এখনও প্রার্থীতালিকায় নাম থাকল না দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের। জোর জল্পনা, জনসূরয পার্টির প্রধান রাঘোপুর থেকে আরজেডি শীর্ষ নেতা তথা বিরোধী জোটের অঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের বিরুদ্ধে লড়তে পারেন।

তেজস্বীর বিরুদ্ধে রাঘোপুর থেকে লড়তে পারেন প্রশান্ত, তবে দ্বিতীয় দফাতেও ঘোষণা হল না

তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও বৈশালী জেলার রাঘোপুর কেন্দ্রর জায়গাটা খালি রেখেছে জনসূরজ পার্টি। মোদী-মমতার প্রাক্তন নির্বাচনী কৌশলী আগেই জানিয়েছিলেন, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা দল একাই সব কটা আসনে লড়বে। তার মানে ২৪৩ আসনের বিহার বিধানসভা ভোটে জনসূরয পার্টি এখনও ১২৭টি আসনে প্রার্থী দেবে। বিহারে প্রশান্তের দলের প্রার্থীদের ৯০ শতাংশেরও বেশিরা তাদের জীবনে এই প্রথমবার ভোটে লড়বেন।

দেখুন খবরটি

প্রশান্তের ঘোষিত তালিকায় তৃতীয় লিঙ্গের প্রার্থী, ৯০ শতাংশেরও বেশি জীবনে প্রথমবার ভোটে লড়বেন

প্রথম দফায় প্রশান্তের দলের প্রার্থী তালিকায় এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি ছিলেন। জনসূরজ পার্টির দ্বিতীয় দফার তালিকায় রয়েছেন পেয়েছেন সিওয়ানের বিশিষ্ট চিকিৎসক ডা. শাহনওয়াজ আলম (বঢরিয়া বিধানসভা আসন)। এ ছাড়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন : ভাগলপুর থেকে আইনজীবী অভয়কান্ত ঝা, শেওহার থেকে নীরাজ সিং, নারকাটিয়াগঞ্জ থেকে লালাবাবু যাদব, কল্যাণপুর থেকে মনতোষ সাহানি, সন্দেশ থেকে রাজীব রঞ্জন সিং, বাজপত্তি থেকে আজম আনোয়ার হুসেইন, হারলাখি থেকে রত্নেশ্বর ঠাকুর, নরপতগঞ্জ থেকে জনার্দন যাদব, এবং ইসলামপুর থেকে তনুজা কুমারী।