আগামী কয়েকমাসের মধ্যেই বিহারে বিধানসভা নির্বাচন। সেই কারণে কোমর বেঁধে প্রচার শুরু করেছেন প্রতিটি রাজনৈতিক দলের নেতারা। এবারে নি্র্বাচনের মাধ্যমে রাজনৈতিক ময়দানে সরাসরি নেমে পড়েছেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। সেই কারণে নিজের দল জন সুরজের হয়ে বিভিন্ন জেলায় ভোটপ্রচার শুরু করে দিয়েছেন পিকে। শুক্রবার এই প্রচার চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি। বিহারের আরহতে রোড শো করে সভাস্থলে যাচ্ছিলেন তিনি। তার মা্ঝেই জনতার ভিড়ে পাঁজরে আঘাত লাগে তাঁর। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে তাঁকে তড়ঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মঞ্চে ওঠার আগেই বিশৃঙ্খলা্ তৈরি হয়
জানা যাচ্ছে, এদিন রমনা ময়দানের বীর কুনওয়ার সিং স্টেডিয়ামে সাড়ে তিনটে নাগাদ মঞ্চে ওঠার কথা ছিল প্রশান্তের। কিন্তু তার আগে একটি গাড়িতে করে এলাকায় রোড শো করছিলেন তিনি। মঞ্চে ওঠার আগে গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়ার সময় জনতার ভিড় তাঁকে ঘিরে বাড়তে থাকে। আর তাতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তখনই বুকে আঘাত লাগে প্রশান্ত কিশোরের। এরপর তড়িঘড়ি তাঁকে ঘটনাস্থল থেকে বাইরে বের করে নিয়ে আসেন দলীয় নেতা ও নিরাপত্তারক্ষীরা।
দেখুন ভিডিয়ো
#WATCH | Arrah, Bihar: Jan Suraaj Founder Prashant Kishor suffered an injury in his ribs during his roadshow in Arrah today. He was brought to the party's stage following the injury.
His party leaders say that he was leaning out of his car to meet people during the roadshow and… pic.twitter.com/evRK0NqehY
— ANI (@ANI) July 18, 2025
স্থানান্তরিত করা হয় পাটনা হাসপাতালে
এরপর সে আর মঞ্চে ওঠার মতো অবস্থায় থাকে না। তাই তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে পাটনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আগামী দুই-তিনদিন তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।