ছবি এএনআই

জম্মু, ৩০ জুলাই: শুক্রবার সকালে বারামুলায় গ্রেনেড হামলা (Grenade Attack) চালানো হয়। যার জেরে ফের উত্তপ্ত হয়ে ওঠে জম্মু কাশ্মীরের এই অঞ্চল। শুক্রবার বারামুলায় গ্রেনেড হামলার জেরে সিআরপিএফের (CRPF) ২ জওয়ান এবং স্থানীয় এক বাসিন্দা আহত হন। সঙ্গে সঙ্গে  চিকিৎসার জন্য তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে (Hospital)।

এদিকে বারামুলার (Baramulla) যে জায়গায় শুক্রবার গ্রেনেড হামলায় চালানো হয়, তার আশপাশে জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে।

আরও পড়ুন:  Jammu and Kashmir: রাত থেকে সন্দেহজনক পাকিস্তানি ড্রোনের ঘোরাঘুরি, নাশকতার আশঙ্কায় জম্মু-কাশ্মীরে সতর্কতা

বৃহস্পতিবার রাতে সাম্বা সেক্টরে সন্দেহজনক পাক ড্রোন (Pakistani Drones) হানাদারি চালায়। বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর ওই ড্রোনটি আকাশ থেকে উধাও হয়ে যায়। ওই ড্রোনের মাধ্যমে ফের পাকিস্তানি জঙ্গিরা বড়সড় কোনও নাশকতার ছক কষছে কি না, তা নিয়ে তল্লাশি শুরু করেছে সেনা বাহিনী।

এদিকে বৃহস্পতিবার রাতে ড্রোনের নজরদারির পর ফের বারামুলার গ্রেনেড হামলার পর উপত্যকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।