J&K Search Operation (Photo Credit: X@TheYouthPlus)

টানা তিন দিন ধরে জঙ্গী অনুপ্রবেশ রুখতে সামরিক বাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে। রবিবার সন্ধ্যায় হিরানগর সেক্টরের সরিয়াল গ্রামে একটি নার্সারিতে লুকিয়ে থাকা নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষের পর ডিজিপি নলিন প্রভাতের নেতৃত্বে এই অভিযান শুরু করা হয়। সেনাবাহিনী হেলিকপ্টারের সহায়তায় গোটা অঞ্চলে তল্লাশি চালাচ্ছে। এছাড়া সেনাবাহিনীর যৌথ বাহিনী, ভারী অস্ত্র, স্নিফার কুকুর, ড্রোন এবং মানবহীন বিমানবাহী যানবাহন নিয়ে সজ্জিত কমান্ডোরা, এই এলাকায় আটকা পড়া সন্ত্রাসীদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাওয়ার সময় একটি সেনাবাহিনীর হেলিকপ্টারকে ওই এলাকার উপর ঘোরাফেরা করতে দেখা গেছে।

পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সরিয়াল গ্রামের একটি নার্সারিতে অবস্থিত একটি ঘেরা জায়গায় 'ধোক' নামে একটি স্থানীয় শব্দের সংকেত পেয়ে  সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর পুলিশের একটি বিশেষ অপারেশন গ্রুপ এই অভিযান শুরু করে। লুকিয়ে থাকা জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে আধ ঘন্টারও বেশি সময় ধরে তীব্র গুলির লড়াই শুরু হয়। এরপর জঙ্গিদের ধরতে দ্রুত অভিযান শুরু করা হয়, কারণ ধারণা করা হচ্ছে শনিবার গিরিখাত পথ দিয়ে অথবা নতুন তৈরি সুড়ঙ্গ দিয়ে অনুপ্রবেশ করেছে সন্ত্রাসবাদীরা। এদিকে, স্থানীয় গ্রামবাসীরা বাইরের কর্ডনে নিরাপত্তা কর্মী এবং সংবাদমাধ্যমের কর্মীদের জন্য একটি কমিউনিটি রান্নাঘরের আয়োজন করেছে।