জম্মু কাশ্মীর

জম্মু, ১৪ জুলাই: লস্কর-ই-তইবার সাহায্যকারী দুই ব্যক্তিকে গ্রেফতার করল জম্মু কাশ্মীর (Jammu & Kashmir) পুলিশ। ধৃতদের কাছ থেকে একে ৪৭, ৭টি চাইনিজ পিস্তল সহ বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। কুখ্যাত লস্কর জঙ্গিদের ভারতের মাটিতে আশ্রয় দেওয়ার কাজ থেকে শুরু করে, তাদের অস্ত্র, গুলি, বারুদ যোগানোর কাজ, ওই দুই ব্যক্তি করত বলে খবর পুলিশ (Police) সূত্রে।

জম্মু কাশ্মীরের বদগাঁও সহ বিভিন্ন এলাকায় লস্কর-ই-তইবার (LeT) সদস্যরা যাতে নিজেদের মতো আস্তানা তৈরি করে থাকতে পারে, সেই ব্যবস্থা করা হত বলে খবর। জম্মু কাশ্মীর থেকে বুধবার জঙ্গিদের সাহায্যকারী ওই ব্যক্তিকে গ্রেফতারের পর জেরার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: Pakistan: পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত চিনের ৬ ইঞ্জিনিয়র

এদিকে সম্প্রতি উপত্যকার ১১ জন সরকারি কর্মীকে বরখাস্ত করা হয় চাকরি থেকে। জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের অভিযোগেই ওই ১১ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে খবর। যে খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায়।