নয়াদিল্লিঃ জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) অব্যাহত সেনা-জঙ্গি গুলির লড়াই। রবিবার মধ্যরাতে রাজৌরির (Rajouri) এক সেনা ক্যাম্পে অতর্কিতে হামলা চালিয়েছিল এক দল জঙ্গি (Terrorists)। আজ, মঙ্গলবার, ভোর ৩টে থেকে কাশ্মীরের ব্যাটল সেক্টরে শুরু হয়েছে সেনা-জঙ্গি লড়াই। দু'পক্ষের লড়াইয়ে গুরুতর জখম হয়েছেন সেনাবাহিনীর এক জওয়ান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনী সূত্রে খবর,জম্মু কাশ্মীরের ব্যাটল এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশের খবর পেয়ে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। মঙ্গলবার ভোর ৩টেপাহাড়ি এলাকায় জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গিরা প্রবেশ করার চেষ্টা করে। জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালান ভারতীয় জওয়ানরা। পাল্টা জঙ্গিদের দিক থেকেও ধেয়ে আসে গুলি। জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হয়েছেন এক ভারতীয় জওয়ান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ভারতীয় সেনাবাহিনীর 'হোয়াইট নাইট কর্পস' এক্স হ্যান্ডলে মঙ্গলবারের অভিযানের কথা জানিয়েছে। এই পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, ভারতীর সেনার সাহসিকতার সামনে হেরে পিছু হটতে বাধ্য হয়েছে জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ আটকানো গিয়েছে। তবে এখনও ওই এলাকায় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। বিগত কিছুদিন ধরে বারেবারে অশান্ত হয়ে উঠছে জম্মু কাশ্মীর। কখনও সেনা ক্যাম্পে, কখনও আবার সেনা কনভয়ে হামলা চালাচ্ছে জঙ্গিরা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। দু'পক্ষের লড়াইয়ে প্রাণ দিয়েছেন বেশ কয়েকজন ভারতীয় সেনা। অন্যদিকে সেনার গুলিতে নিকেশ হয়েছে কয়েকজন জঙ্গি।
Infiltration Attempt Foiled In J&K's Battal, Soldier Injured In Firing https://t.co/lXBS88dcj9 pic.twitter.com/H5H8T8UNMb
— NDTV News feed (@ndtvfeed) July 23, 2024