শ্রীনগর, ১৫ সেপ্টেম্বর: বুধবার থেকে জম্ম কাশ্মীরের অনন্তনাগে সেনা, জঙ্গি গুলির লড়াই চলছে। অনন্তনাগের কোকেরনাগে পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করেছে। পরপর ৪ সেনা-সহ পুলিশ আধিকারিকের মৃত্যুর পর গোটা এলাকা ঘিরে ধরে চলছে তল্লাশি। এসবের মধ্যেই ফের দুঃসংবাদ। কোকেরনাগে এনকাউন্টার চলাকালীন এক সেনা কর্মীর খোঁজ মিলছে না বলে খবর। সেই সঙ্গে সেনা আধিকারিক এবং পুলিশ অফিসারের উপর গুলি চালানোয় ৩ জঙ্গি দায়ি বলে মনে করা হচ্ছে। সেই ৩ জঙ্গির খোঁজে অনন্তনাগের গারল জঙ্গলে তলছে জোরদার তল্লাশি।
অনন্তনাগের কোকেরনাগে লস্কর-ই-তইবা জঙ্গিদের একটি দল লুকিয়ে রয়েছে। এই খবর পেতেই মঙ্গলবার রাত থেকে কোকেরনাগে শুরু হয় সেনা বাহিনীর তল্লাশি। বুধবার ভোর থেকে সেনা বাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিদের দলটি। জঙ্গিদের গুলিতে নিহত হন কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধনচোক এবং জম্মু কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাট। পরপর ৩ আধিকারিকের মৃত্যুর পর আরও একজনের শহিদ হওয়ার খবর মেলে। তবে তল্লাশি অভিযান এখনও অব্যাহত। লস্করের ওই দলটি কোথায় লুকিয়ে, সে বিষয়ে কার্যত তোলপাড় করে ফেলছে সেনা বাহিনী এবং পুলিশ একযোগে।