শ্রীনগরের লাল চক (Photo Credits: PTI)

শ্রীনগর, ২৭ অক্টোবর: স্বরাষ্ট্রমন্ত্রক জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) কেন্দ্রশাসিত অঞ্চল পুণর্গঠন (অ্যাডেপ্টেশন অফ সেন্ট্রাল লজ) থার্ড অর্ডার, ২০২০-র বিজ্ঞপ্তি জারি করেছে। এরফলে দেশের যেকোনও রাজ্যের নাগরিক জমি কিনতে পারবে কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে। এই বিজ্ঞপ্তির ফলে ১২ টি রাজ্য আইন রদ হয়ে সামগ্রিকভাবে পরিবর্তন ও বিকল্প সব ২৬ টি আইন গৃহীত হল।

এর আগে জম্মু ও কাশ্মীরে শুধুমাত্র স্থানীয় বাসিন্দারাই জমি কেনাবেচা করতে পারত। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জমি নিয়ে জম্মু ও কাশ্মীর পুণর্গঠন আইনের আওতায় সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের যেকোনও নাগরিক সেখানে জমি কেনাবেচা করতে পারবেন। গত বছর ৫ অগস্ট কেন্দ্র সরকার ৩৭০ ধারা রদ করেছিল। ওই ধারা বাতিলের পাশাপাশি রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল- লাদাখ এবং জম্মু ও কাশ্মীরে ভাগ করা হয়। আরও পড়ুন, সুপ্রিম রায়, হাথরাস গণধর্ষণ মামলার শুনানি এলাবাদ হাইকোর্টেই

এই আইন অনুসারে, যে কোনও ভারতীয় কলকারখানা, বাড়ি, দোকানের জন্য অ-কৃষি জমি কিনতে পারেন। এজন্য স্থানীয় বাসিন্দা হওয়ার প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। যদিও কৃষি জমি শুধুমাত্র কৃষিজীবী বা কৃষি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্তরা কিনতে পারবেন।