শ্রীনগর, ৯ অক্টোবরঃ ভোট মিটতে না মিটতেই জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir) সেনা মৃত্যুর ঘটনা ঘটল। বুধবার উদ্ধার হল এক সীমান্তরক্ষাকারী জওয়ানের দেহ। তাঁর শরীর গুলিতে ঝাঁঝরা করা হয়েছে বলে অভিযোগ। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে ওই সেনার মৃত্যু হয়েছে বলে খবর।
অনন্তনাগের (Anantnag) জঙ্গল এলাকা থেকে টেরিটোরিয়াল আর্মির 161 ইউনিটের অন্তর্গত দুই জওয়ানকে মঙ্গলবার জঙ্গিরা অপহরণ করেছে বলে অভিযোগ ওঠে। উল্লেখ্য, এই দিনই ভূস্বর্গের প্রথম বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। অপহৃত দুই জওয়ানের মধ্যে একজন পালিয়ে আসতে সক্ষম হন। আহত অবস্থায় ইউনিটে ফিরে আসেন তিনি। তাঁর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
তবে অপরজনের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ জওয়ানের খোঁজে রাতভর অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। বুধবার, ৯ অক্টোবর বেলায় অনন্তনাগের পাথরিবাল জঙ্গলে তল্লাশি অভিযান চালানোর সময়ে উদ্ধার হয় অপহৃত জওয়ানের গুলিবিদ্ধ দেহ।
ভারতীয় সেনাবাহিনীর শ্রীনগর-ভিত্তিক চিনার কোরের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি ডেরার সন্ধানে ৮ অক্টোবর কোকেরনাগের কাজওয়ান জঙ্গলে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ। সেই অভিযানের সময়েই দুই জওয়ান অপহৃত হন। একজন জওয়ান পালাতে সক্ষম হলেও, অপরজনের সন্ধানে রাতভর অভিযান চলে। পরের দিন উদ্ধার হয় নিখোঁজ সেনার দেহ।