Jammu and Kashmir's Kupwara Fighting (Photo Credit: ANI/X)

শ্রীনগর, ১৪ অক্টোবর: কুপওয়ারায় (Kupwara) ২ জঙ্গিকে নিকেষ করল সেনা বাহিনী (Indian Army)। সোমবার বিকেলে পরপর ২ জঙ্গিকে খতম করা হয় বলে খবর। রিপোর্টে প্রকাশ, সোমবার বিকেল থেকে কুপওয়ারার একাধিক জায়গা সন্দেহজনক গতিবিধি চোখে পড়তে শুরু করে। যার জেরে সেনা বাহিনী শুরু করে জোরদার তল্লাশি। ওই তল্লাশি প্রক্রিয়ার মাঝেই ২ জঙ্গিকে ঝাঁঝরা করে দেওয়া হয় বলে খবর।

কুপওয়ারার পাশাপাশি আর কোথাও কোন জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সেই খোঁজে প্রায় গোটা কাশ্মীর (Jammu And Kashmir) জুড়ে শুরু হয়েছে সেনা বাহিনীর তল্লাশি।

২ জঙ্গিকে নিকেষ করার পর ভারতীয় সেনার তরফে যে খবর প্রকাশ করা হয়, সেখানে জানা যায়, কুপওয়ারার মচ্ছল সেক্টরে ওই ২ জঙ্গিকে নিকেষ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত পেরিয়ে কোনও পাক জঙ্গি যাতে ভারতে প্রবেশ করতে না পারে, তার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন: Kupwara Operations: ফের উপত্যকায় গুলি-বিস্ফোরণের শব্দ, কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সীমান্ত পেরিয়ে কোনও পাক জঙ্গি যাতে ভারতে প্রবেশ করতে না পারে, তার জন্য কড়া পদক্ষেপের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আন্তর্জাতিক সীমান্তে জারি করা হয়েছে কড়া পাহারা।

কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নিরাপত্তা নিয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন অমিত শাহ। ওই বৈঠকের পরই জম্মু কাশ্মীরের নিরাপত্তা কঠোর থেকে কঠোরতম করার নির্দেশ দেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত টপকে যাতে কেউ ভারতে প্রবেশ করতে না পারে, তার জন্য নজরদারি আরও বাড়ানো হোক বলে জানানো হয়েছে।