Jammu And Kashmir Landslide (Photo Credit: IANS/X)

দিল্লি, ২৮ ফেব্রুয়ারি: জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) ভয়াবহ পরিস্থিতি। তুষারপাতে (Snowfall) যেমন বেশিরভাগ জায়গার আবহাওয়া খারাপ হচ্ছে, তেমনি বাড়ছে মানুষের দুর্ভোগ। জম্মু কাশ্মীরে নামল ভয়াবহ ধস (Landslide)। পাহগাওমারহ দ্রাবশালালে ভয়াবহ ধসের জেরে আতঙ্কে ভুগতে শুরু করেছেন স্থানীয়রা। ২৭ ফেব্রুয়ারি রাতে পাহগাওমারহ দ্রাবশালালে ধস নামে। যার জেরে কিশতওয়ার-ডোডা জাতীয় সড়ক কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কও করে দেওয়া হয়েছে বন্ধ।

দেখুন কেমন ভয়াবহভাবে ধস নেমেছে...

 

জোজিলা পাসে এমনভাবে তুষারপাত শুরু হয়েছে যে শ্রীনগর থেকে লাদাখ যাওয়ার যে রাস্তা, সেই জাতীয় সড়কও বন্ধ করে দিয়েছে ্স্থানীয় প্রশাসন।

আবহাওয়া দফতরের কথায়, জম্মু কাশ্মীরে তুষারপাতের জেরে আবহাওয়া যেভাবে খারাপ হচ্ছে, তাতে মানুষের দুর্ভোগ ক্রমাগত বেড়েছে। তবে শুক্রবার বিকেল থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

দেখুন কীভাবে বরফের চাদরে ঢেকে গিয়েছে কাশ্মীর...

 

জম্মু কাশ্মীর থেকে যে ভিডিয়ো উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে পাহাড় থেকে শুরু করে রাস্তাঘাট, বাড়িঘর সমস্ত বরফে ঢেকেছে। রাজৌরি, ডোডা, ভালেসার মত একাধিক জেলায় এক নাগাড়ে তুষারপাত হচ্ছে। ফলে তাপমাত্রা ক্রমাগত নীচের দিকে শুরু করেছে নামতে। অনন্তনাগেও পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। ফলে স্থানীয়রা যাতে সতর্ক থাকেন, সাবধানে থাকেন, সে বিষয়ে আবেদন করে প্রশাসন।