শ্রীনগর, ৩১ জুলাই: মহামারী করোনার মধ্যেই ভারতীয় মুসলিমরা এই উইকএন্ডে ইদুজ্জোহা (Eid-ul-Azha) বা বকরি ঈদ উদযাপন করছে। জম্মু ও কাশ্মীর সরকারের তরফে এই মর্মে শুক্রবার একটি নির্দেশিকা জারি হয়েছে। তাতে স্পষ্ট করে বলা হয়েছে, আজ ৩১ জুলাই শুক্রবার ও আগামী কাল ১ আগস্ট শনিবারের পরিবর্তে উপত্যকায় ছুটি আজ বকরি ঈদ উপলক্ষে ছুটি থাকবে শনি ও রবিবার। এই নতুন নির্দেশিকা জম্মু ও কাশ্মীরের সমস্ত সরাকরি কর্মচারীদের জন্য। যার উপত্যকার সরকারি অফিসে কর্মরত। একই সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই নিয়ম বলবৎ হয়েছে। আরও পড়ুন-Michelle Bolsonaro COVID-19 Positive: কোভিড-১৯ পজিটিভ ব্রাজিলের ফার্স্ট লেডি মিশেল বলসোনারো
The holiday on account of `Eid-ul-Azha' shall be observed on 1 & 2 August (Saturday & Sunday) instead of 31 July & 1 August (Friday & Saturday), in the government offices and educational institutions of the Union Territory of Jammu and Kashmir: Govt of Jammu & Kashmir pic.twitter.com/ggjbuoDytg
— ANI (@ANI) July 31, 2020
এর আগে বৃহস্পতিবার অসমের কামরুপ মেট্রোপলিটন জেলার তরফে জানানো হয়, বকরি ঈদ নামাজের জন্য ঈদগাহে বা মসজিদে পাঁচ জনের বেশি জমায়েত হবে না। মূলত মহামারী করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে ছড়াচ্ছে। দেশের অবস্থা একেবারেই ভাল নয়। তারই পরিপ্রেক্ষিতে এই বিধিনিষেধ জারি হয়েছে। কেননা নামাজ পড়তে ঈদগাহে যদি পাঁচের বেশি সংখ্যা মানুষ জড়ো হয় তাহলে সংক্রমণের হার এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। যা কখনওই কাম্য নয়।