দিল্লি, ১৬ জুলাই: মঙ্গল ভোরে জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) ডোডায় (Doda) জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ ৪ জওয়ান। জঙ্গিদের গুলিতে আশঙ্কাজনক অবস্থায় ওই ৪ জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁদের মৃত্যু হয়। যা নিয়ে ফের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিজেপির ভুল নীতির মাশুল গুনছেন ভারতীয় সেনা বাহিনীর জওয়ান এবং তাঁদের পরিবারগুলি। ডোডা এনকান্টারের (Encounter) পর এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।
জঙ্গিদের গুলিতে যে সেনা জওয়ানদের মৃত্যু হয়, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান রাহুল গান্ধী। এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং আতঙ্কের। জম্মু কাশ্মীরে এভাবে ক্রমাগত হামলা চালাচ্ছে জঙ্গিরা। বর্তামানে জম্মু কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত আতঙ্কের বলেও মন্তব্য করেন রাহুল। পাশাপাশি বিজেপির ভুল নীতির জেরেই সেনা জওয়ান এবং তাঁদের পরিবারগুলির মাশুল দিতে হচ্ছে বলে অভিযোগ করেন রাহুল।
আরও পড়ুন: Doda Encounter: ডোডায় সেনা-জঙ্গি লড়াই, শহিদ গ্রুপ ক্যাপ্টেন সহ চার ভারতীয় জওয়ান
ডোডায় জঙ্গিদের খোঁজে আকাশ পথে তল্লাশি সেনার। দেখুন ভিডিয়ো...
#WATCH | J&K: The Indian Army conducts a search operation in the forests of Doda as the hunt for terrorists in the region is on.
Four Indian Army personnel including an Officer have been killed in action during an encounter with terrorists in Doda.
(Visuals deferred by… pic.twitter.com/McsCu0ECgY
— ANI (@ANI) July 16, 2024
জম্মু কাশ্মীরে যা হচ্ছে, তার পুরো দায় সরকার নিক এবং এই ঘটনায় যাদের হাত রয়েছে, সেই অপরাধীরা যাতে কোনওভাবে ছাড় না পায়, সে বিষয়েও সওয়াল করেন রাহুল গান্ধী।