শ্রীনগর, ২৭ অগাস্ট: জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে (Jammu and Kashmir Assembly Elections 2024) আরও ২৯টি আসনে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)। এই তালিকায় সদ্য দলবদল করে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের ভিড়। গতকাল, সোমবার প্রথমে রাজ্যের ৪৪টি আসনের প্রার্থীদের নাম ঘোষণার পর, স্থানীয় নেতাদের প্রবল বিক্ষোভের পর তা প্রত্যাহার করেছিল গেরুয়া শিবির। এরপর স্থানীয় নেতা, বিক্ষোভকারী সমর্থকদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর দু দফায় মোট ৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল নরেন্দ্র মোদী-অমিত শাহ-জেপি নাড্ডা-দের দল। ৯০ আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় বিজেপি একাই লড়ছে।
অন্যদিকে, জম্মু-কাশ্মীর ন্যাশানল কনফারেন্সের সঙ্গে জোট গড়ে লড়ছে কংগ্রেস। ইন্ডিয়া জোটের আসন সমঝোতায় ভূ স্বর্গের বিধানসভা ভোটে এনসি ৫১টি, কংগ্রেস ৩২টি, সিপিআইএম ১টি ও প্যান্থার্স পার্টি ১টি আসনে লড়বে। পাঁচটি আসনে 'বন্ধুত্বপূর্ণ লড়াই' হবে কংগ্রেস ও এনসি-র মধ্যে। আরও পড়ুন-টানা বৃষ্টিতে জলে ভাসছে গুজরাট, খোলা হল মাচ্ছু ২ বাঁধের ৩০টি গেট, রয়েছে জলস্তর বৃদ্ধির আশঙ্কা
প্রথম দফায় ১৫টি-র পর দ্বিতীয়টিতে যে ২৯টি আসনের প্রার্থীদের নাম ঘোষিত হল তাতে সবচেয়ে তাৎপর্যের ন্যাশানাল কনফারেন্সের দলছুট বিধায়ক দাবিন্দর সিং রানাকে দলবদল করার বিজেপির টিকিট দেওয়া। ২০১৪ বিধানসভায় নাগরোতা কেন্দ্রে দাবিন্দর জিতেছিলেন ফারুক আবদুল্লা-র ন্যাশানল কনফারেন্সের টিকিটে। এবার নাগরোতায় স্থানীয় নেতাদের আপত্তি উড়িয়ে দলছুট দাবিন্দর-কেই প্রার্থী করল বিজেপি। জম্মু-র মাতা বৈষ্ণ দেবী আসনে প্রার্থী তালিকায় প্রথমে রোহিত দুবে-র নাম থাকলেও স্থানীয় নেতাদের প্রবল আপত্তির পর শেষ পর্যন্ত টিকিট দেওয়া হল বালদেব রাজ শর্মা-কে। জম্মু-র দুই বিধানসভা আসনে বিজেপির প্রতীকে লড়বেন অরবিন্দ গুপ্ত (জম্মু পশ্চিম) ও শ্যাম লাল শর্মা (জম্মু উত্তর)।
অন্ততনাগ-রাজৌরি জেলার মেনধারে বিজেপির প্রার্থী হয়েছেন সদ্য দলবদল করা প্রাক্তন এমএলসি মুর্তাজা আহমেদ খান। এরকম দলবদল করা আরও বেশী কিছু নেতাদের ভিড় বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায়। প্রসঙ্গত, জম্মু-তে শক্তিশালী হলেও কাশ্মীরের বেশ কিছু জেলায় বিজেপির সংগঠন প্রায় নেই বললেই চলে। তবে ভূ স্বর্গে একক শক্তিতে প্রথমবার ক্ষমতায় আসতে হলে বিজেপিকে এবার কাশ্মীরের বেশ কিছু জেলায় ভাল ফল করতেই হবে। জম্মু-র ৩০-৩২টি আসনের বাইরেও তাই বিজেপির এবার নজর।