অনন্তনাগ, ২ নভম্বরঃ শনিবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) অনন্তনাগে (Anantnag) নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গি বাহিনীর গুলির যুদ্ধ বাধে। নিকেশ দুই সন্ত্রাসী। দক্ষিণ কাশ্মীর জেলার শাঙ্গুস-লারনু এলাকার হালকান গালির কাছে সংঘর্ষে জড়ায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গি গোষ্ঠী। এনকাউন্টারে (Encounter) দুই সন্ত্রাসীর নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, নিহিত দুই জঙ্গির মধ্যে একজন বিদেশি এবং অপরজন স্থানীয়। তবে তাদের গোষ্ঠীভুক্তি এখনও নিশ্চিত করা যায়নি। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত জারি ছিল নিরাপত্তা বাহিনীর জঙ্গি দমন অভিযান।
এদিন কাশ্মীরের শ্রীনগর (Srinagar) জেলাতে আরও একটি জঙ্গি দমন অভিযানে যায় নিরাপত্তা বাহিনী এবং পুলিশের যৌথ দল। খানিয়ার এলাকায় অভিযান চলাকালীন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে গুলির যুদ্ধে জড়ায় নিরাপত্তা বাহিনী।
ওই এলাকায় সন্ত্রাস গোষ্ঠীর উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা বিভাগ থেকে গোপন সূত্রে খবর আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগর পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি দল শনিবার সকালে খানিয়ার এলাকায় গোপন অভিযান চালায়। সেই অভিযানেই পুলিশ বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গির দল। পালটা গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনীও। দুই দলের মধ্যে বাধে গুলির লড়াই। সেই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আরও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়। সেই অভিযানও এখনও জারি।