শ্রীনগর, ২২ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে ফের নতুন করে উত্তপ্ত জম্মু কাশ্মীর। বৃহস্পতিবার থেকে বারামুলায় যে এনকাউন্টার শুরু হয়, তার জেরে একের পর এক জঙ্গি নিকেষ করে সেনা বাহিনী। তবে সেনা বাহিনীর গুলিতে যে জঙ্গিরা নিহত হয়, তাদের মধ্যে ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ইউসুফ দার ওরফে আলিয়াস কান্তরু, হিলাল শেখ ওরফে হানমজালা এবং ফৈজল দার নামে ৩ জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। যে ৩ জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়, তারা প্রত্যেকে লস্কর-ই-তইবার সদস্য বলে জানানো হয় জম্মু কাশ্মীর পুলিশের তরফে। জঙ্গিদের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি তাদের কাছ থেকে বিপুল বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। ফলে ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে নেই বলেই অনুমান। আপাতত বারামুলা এনকাউন্টার শেষ হয়েছে বলে জানানো হয় জম্মু কাশ্মীর পুলিশের তরফে।
#UPDATE | Only 3 dead bodies of terrorists of the LeT outfit, Yusuf Dar alias Kantru, Hilal Sheikh alias Hanzalla and Faisal Dar, were retrieved along with arms & ammunitions. The operation is over now: J&K Police
— ANI (@ANI) April 22, 2022
বারামুলার পাশপাশি জম্মু শহরের সুঞ্জওয়ান (Sunjwan) সেনা ছাউনিএলাকায় নিরাপত্তা বাহিনী আজ ভোরে অভিযান শুরু করে। সেখানেও ২ জঙ্গি নিহত হয়। সংঘর্ষে এক জওয়ানও নিহত হয়েছেন এবং জখম ৪ জন।
রবিবার প্রধানমন্ত্রীর সফরের আগে জম্মু কাশ্মীরের গোটা এলাকা নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়েছে বলে খবর।