কলকাতাঃ একসময় বামেদের দুর্গ বলেই পরিচিত ছিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। গত তিনবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) বারবার রং বদলেছে এই কেন্দ্র। মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্রটি। যেগুলি হল, ময়নাগুড়ি, ধূপগুড়ি,রাজগঞ্জ,ফুলবাড়ি,জলপাইগুড়ি,ডাবগ্রাম ও নাগরাকাটা। এই কেন্দ্রের বর্তমান সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায়। চব্বিশের লোকসভা নির্বাচনে ( (Lok Sabha Election 2024) এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন নির্মল চন্দ্র রায়। অন্যদিকে বিজেপির হয়ে লড়ছেন ডঃ জয়ন্ত কুমার রায়ই। সিপিএমের হয়ে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন দেবরাজ বর্মণ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে প্রথম দফা অর্থাৎ ১৯শে এপ্রিল।
২০০৯ সাল এই কেন্দ্র ছিল বামেদের দখলে। সেই সময় এই কেন্দ্রের সাংসদ ছিলেন মহেন্দ্র কুমার রায়। ৪ লক্ষ ৬৯ হাজার ৬১৩ ভোটে জিতেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস ও ৯৪ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল বিজেপি। এরপর ২০১৪ লোকসভা নির্বাচনে সবুজ আবির ওড়ে এই কেন্দ্রে। লক্ষ ৯৪ হাজার ৭৭৩ ভোটে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মণ। দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। তাদের প্রাপ্ত ভোট ছিল ৪ লক্ষ ২৫ হাজার। গত লোকসভা নির্বাচনে ফের রং বদলায় এই কেন্দ্র। ৭ লক্ষ ৬০ হাজার ভোট পেয়ে মসনদে বসেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। ৫ লক্ষ ৭৬ হাজার ১৪১ পেয়েছিলেন তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মণ। চব্বিশের নির্বাচনে কি ফের রং বদলের খেলা দেখাবে এই কেন্দ্র? প্রশ্ন রাজনৈতিক মহলে। কে হাসবে জয়ের হাসি তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৪ঠা জুন পর্যন্ত।