Derek o'Brien (Photo Credit: Twitter)

আগামী ২৪ জুলাই রাজ্যসভায় পশ্চিমবঙ্গ, গুজরাট ও গোয়া মিলিয়ে ১১টি আসনে নির্বাচন। বিভিন্ন রাজ্যে আসন সংখ্যার ভিত্তিতে রাজ্যসভায় নির্বাচিত হন দলের সাংসদরা। পশ্চিমবঙ্গ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ৭ জন রাজ্যসভার সাংসদ হলেন। তাদের মধ্যে তৃণমূলের আছেন ৬ জন, বিজেপির ১ জন।

দেশজুড়ে মোট ১১ জন রাজ্য়সভার সাংসদ নির্বাচিত হলেন। তাদের মধ্য়ে ৭ জন পশ্চিমবঙ্গ থেকে, তিনজন গুজরাট ও একজন গোয়া থেকে।

তৃণমূল (৬): ডেরেক ও'ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন, সামিরুল ইসলাম, প্রকাশ বারিক, সাকেত গোখেল।

বিজেপি (৫): এস জয়শঙ্কর, বাবুভাই দেশাই, কেশরিদেব সিং ঝালা, অন্তত মহারাজ (পশ্চিমবঙ্গ), সদানন্দ শেঠ তানাভেদে (গোয়া)।

২৪৫ আসনের রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা বেড়ে হল ৯৩। সেখানে সংসদের উচ্চকক্ষে কংগ্রেসের আছে ৩০ জন সাংসদ। একটি আসন হারাচ্ছে কংগ্রেস।