Jairam Ramesh (Photo Credit: ANI/Twitter)

পাকিস্তানের কুকীর্তি ফাঁস করতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। আগামী কয়েকদিনের মধ্যে সর্বদলীয় সাত সদস্যের প্রতিনিধি দল ঘুরবে বিভিন্ন দেশের রাজধানীতে। সেখানে পহেলগাম হামলা থেকে অপারেশন সিঁদুর (Operation Sindoor) সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করবে। এরজন্য চলতি মাসের ১০ দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ২২-২৩ মে থেকে শুরু হতে পারে এই সফর। যদিও এই কূটনৈতিক সফর শুরু করার আগেই শুরু হয়ে গিয়েছে রাজনীতি। আসলে এই সর্বদলীয় প্রতিনিধি দলে বিজেপি ছাড়াও ডিএমকে, জেডিইউ ছাড়াও কংগ্রেস দলের প্রতিনিধি রয়েছেন। কিন্তু যিনি রয়েছেন, তাঁকে আবার পছন্দ নয় কংগ্রেস নেতৃত্বের।

সর্বদলীয় প্রতিনিধিদের তালিকায় শশী থারুরের নাম

আসলে এই তালিকায় রয়েছে শশী থারুরের (Shashi Tharoor) নাম। যাঁর সঙ্গে কয়েক যোজন দুরত্ব বেড়েছে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেদের। ফলে কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রের সংসদীয় মন্ত্রী কিরেন রিজুজুকে যে চার সাংসদের নামের তালিকা পাঠানো হয়েছিল সেখানে ছিল না থারুরের না। এদিকে আজ যখন কেন্দ্রের তরফ থেকে নামের তালিকা প্রকাশ্যে আনা হয়, সেখানে রয়েছে তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুরের নাম। যা নিয়ে বেজায় ক্ষুদ্ধ কংগ্রেস নেতৃত্ব। এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জয়রাম রমেশ।

ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব

এই প্রসঙ্গে জয়রাম রমেশ বলেন, “প্রতিনিধি দলে কংগ্রেসের একজন সক্রিয় সদস্য থাকা এবং কংগ্রেসে যে কোনও সদস্যকে নেওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমাদের থেকে গত শুক্রবার যখন তালিকা্ চাওয়া হল সেই নিয়ে দলীয় আলোচনার পর যাঁদের বাছাই করা হল তাঁদের তালিকা কেন্দ্রকে পাঠানো হল। তালিকায় ছিলেন নাসির হুসেন, আনন্দ শর্মা, গৌরব গোগোই, রাজু বরারের মতো সাংসদদের নাম। কিন্তু সেই তালিকার বাইরে অন্য একজনকে নেওয়া হল। এটা অসৎ কাজ হয়েছে। যদি তাঁদের মাথায় আগে থেকেই একটা নাম ছিল, তাহলে কেন তাঁরা আলাদা করে রাহুলজি ও খাড়গেজির সঙ্গে আলোচনা করলেন”।