Photo Credit IANS

জয়পুরের যোজনা কমিশন থেকে উদ্ধার ২.৩১ কোটি টাকা এবং ১ কেজি সোনা। পুলিশের তরফে বাজেয়াপ্ত করা হয়েছে সেই টাকা ও সোনা। এই ভবনেই রয়েছে জন আধার এবং আয়কর দফতরের মত অফিস। ২০০০ এবং ৫০০ নোট ভর্তি ওই ট্রলিব্যগটি একটি আলমারির মধ্যে রাখা ছিল বলে জানা গেছে।

ঘটনার জেরে সাতজন কর্মচারীকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে। ঘটনার পরে মুখ্যমন্ত্রীর কাছে ঘটনার বিবৃতি পাঠিয়েছেন চিফ সেক্রেটারি উষা শর্মা । ডিজিপি উমেশ শর্মা এবং জয়পুর পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব বিষটি নিয়ে একটি প্রেস কনফারেন্সও করেন।

এত বিপুল পরিমান অর্থ কিভাবে আলমারির মধ্যে রাখা ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।