জল্পনা সত্যি করে কংগ্রেসে যোগদান করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার। বেঙ্গালুরুতে কংগ্রেসের সদর দফতরে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার এবং কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা, সিদ্দারমাইয়া-এর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন জগদীশ শেত্তার।
রবিবারই প্রবীণ বিজেপি নেতা ঘোষণা করেন তিনি ভারতীয় জনতা পার্টি থেকে ইস্তফা দিতে চলেছেন। বিজেপি ছাড়ার পাশাপাশি তিনি নিজের বিধানসভা আসন থেকেও ইস্তফা দিয়েছেন গতকাল সন্ধ্যায়। তবে দল ছাড়লেও রাজনীতির ময়দান যে ছাড়ছেন না এ কথা সাফ জানিয়েছিলেন তিনি। সেই কথার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই কংগ্রেসে যোগ দিলেন জগদীশ সেত্তার।
#WATCH | Former Karnataka CM Jagadish Shettar joins Congress, in the presence of party president Mallikarjun Kharge, KPCC president DK Shivakumar & Congress leaders Randeep Surjewala, Siddaramaiah at the party office in Bengaluru.
Jagadish Shettar resigned from BJP yesterday. pic.twitter.com/vxqVuKKPs1
— ANI (@ANI) April 17, 2023
কংগ্রেসে যোগদান করার পর তিনি বলেন- "গতকাল (১৬ এপ্রিল) আমি বিজেপি ছেড়েছি এবং আজ আমি কংগ্রেসে যোগ দিয়েছি। একজন বিরোধী নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সভাপতি কংগ্রেসে যোগদান করায় অনেকেই অবাক হয়েছেন। বিজেপি আমাকে প্রতিটি পদ দিয়েছে এবং দলের কর্মী হিসেবে আমি সবসময় দলের বৃদ্ধির জন্য কাজ করেছি।আমি একজন সিনিয়র নেতা হিসেবে ভেবেছিলাম, আমি টিকিট পাব, কিন্তু যখন আমি জানলাম যে আমি এটি পাচ্ছি না, তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম। কেউ আমার সঙ্গে কথা বলেনি বা আমাকে বোঝানোর চেষ্টাও করেনি। এমনকি এখন আমার অবস্থান এখন কোনখানে তাঁর আশ্বাসও কেও দেয়নি।
এরপরে কংগ্রেসের উত্তরীয় গলায় জগদীশ শেট্টার বলেন- আমি মনেপ্রাণে কংগ্রেসে যোগ দিচ্ছি। ডি কে শিবকুমার, সিদ্দারামাইয়া, রণদীপ সুরজেওয়ালা এবং এমবি পাটিল সহ কংগ্রেস নেতারা আমার সাথে যোগাযোগ করেছিলেন। যখন তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, আমি কোনও চিন্তা ছাড়াই এখানে চলে এসেছি।
I am wholeheartedly joining Congress. I was contacted by Congress leaders including DK Shivakumar, Siddaramaiah, Randeep Surjewala and MB Patil. When they invited me, I came without any second thought: Jagadish Shettar after joining Congress pic.twitter.com/A20uhPRVUH
— ANI (@ANI) April 17, 2023