শ্রীনগর, ৯ অক্টোবর: জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) থেকে যে ২ সেনা জওয়ানকে (Army) অপহরণ করেছিল জঙ্গিরা, তাঁদের মধ্যে থেকে একজনের দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ওই জওয়ানকে অপহরণ করা হয়। জঙ্গিদের হাতে অপহরণের পর থেকে জোরদার খোঁজ চলছিল। শেষে বুধবার ওই সেনা জওয়ানের দেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর দেখা যায়, গুলিতে হত্যা করা হয়েছে অপহৃত জওয়ানকে। মৃত জওয়ানের নাম বিলাল আহমেদ ভাট। অনন্তনাগের সানগ্লানের জঙ্গল থেকে ক্ষতবিক্ষত অবস্থায় বিলাল আহমেদ ভাটের দেহ উদ্ধার করা হয়। ওই জওয়ানের দেহ উদ্ধারের পর তাঁকে হাসপাতালে পাঠানো হয়।
কীভাবে ওই জওয়ানকে অপহরণ করা হল, তা নিয়ে পালটা জোর তল্লাশি শুরু করেছে সেনা বাহিনী। পাশাপাশি ওই ঘটনার পিছনে কোন গোষ্ঠীর হাত রয়েছে, তার খোঁজও শুরু হয়েছে বলে খবর।
আরও পড়ুন: Jammu and Kashmir: ভোট মিটতেই অশান্ত জম্মু ও কাশ্মীর, দুই জওয়ানকে অপহরণ জঙ্গিদের
গত ৫ অক্টোবর জম্মু কাশ্মীরে ২ জঙ্গিকে খতম করে সেনা বাহিনী। প্রায় যুদ্ধকালীন পরিস্থিতিতে ওই ২ জঙ্গিকে সেনা বাহিনীর তরফে খতম করা হয়। ৪ অক্টোবর থেকে জঙ্গিদের খোঁজে সেনা বাহিনী তল্লাশি শুরু করে কুপওয়ারায়। টানা একদিন তল্লাশির পর শেষ ওই ২ জনকে খতম করা হয়। ৫ অক্টোবরের ওই ঘটনার প্রতিশোধ নিতেই কি মঙ্গলবার সুযোগ বুঝে ওই সেনা জওয়ানকে অপহরণ করা হয়, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।