ফের সেনা জঙ্গি সংঘর্ষ কাশ্মীরে, লাগাতার গুলির লড়াই, খতম দুই জঙ্গি
প্রতীকী ছবি(Photo Credit: ANI)

২৮মে,২০১৯:‌মঙ্গলবারে সকাল থেকে ফের সেনা জঙ্গি গুলির লড়াই(Encounter) শুরু হয়েছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে(‌Anantnag)। খজওয়ান জঙ্গল সংলগ্ন এলাকায় দুই জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী। তবে এখনও তাদের দেহ উদ্ধার করা যায়নি। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে জঙ্গলে আরও জঙ্গি লুকিয়ে রয়েছে। এখনও চলছে গুলির লড়াই। জঙ্গিরা সংখ্যায় বেশি রয়েছে বলে অনুমান করা হচ্ছে। সেকারণেও মোকাবিলার জন্য আরও বাহিনী সেখানে পাঠানো হয়েছে।

জঙ্গিরা যাতে এলাকা ছেড়ে পালাতে না পারে সেকারণে গোটা জঙ্গল ঘিরে ফেলেছে সেনাবাহিনী। সোমবার বিকেলে বাদগামে ৩৯ বছরের এক জঙ্গিকে গুলি করে হত্যা করে সেনাবাহিনী। তারপরেই তল্লাশি শুরু হয় এলাকায়। সেই সূত্র ধরেই অনন্তনাগের এই এলাকায় তল্লাশি শুরু করে পুলিস। কয়েকদিন আগেই সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পুলওয়ামার ত্রালে খতম হয়েছে জাকির মুসা(Zakir Musa) নামে মোস্ট ওয়ান্টেড জঙ্গি। মুসা আল কায়দার শাখা সংগঠন অনসর ঘজওয়াত উল হিন্দ নামে এক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা ছিল। ‌‌‌