লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া জোট (INDIA Alliance) কতটা মজবুত রয়েছে, এই নিয়ে বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠছিল। কারণ নির্বাচনে পরাজয়ের পর থেকে আর সেভাবে জোটের শরিক দলের নেতাদের বৈঠক করতে দেখা যায়নি। কিছু বিধানসভা নির্বাচনে যেমন জোটবদ্ধ হয়ে লড়েছিল বিরোধী দলগুলি। তেমনই আবার কয়েকটি জায়গায় আলাদা হয়েও লড়েছে তাঁরা। এমনকী বাংলাতেই এই জোটের কোনও অস্তিত্ব নেই। ফলে ইন্ডিয়া জোট নিয়ে দ্বিধায় রয়েছে খোদ শরিক দলের নেতারাও। ফলে আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত এই জোটের ভবিষ্যত কী, এই প্রশ্নের উত্তর নেই ওমর আবদুল্লা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতানেত্রীদের কাছেও।
ইন্ডিয়া জোট নিয়ে মন্তব্য ওমর আবদুল্লার
কলকাতায় এসে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই প্রসঙ্গে বলেন, “ইন্ডিয়া জোটকে মজবুত করার দায়িত্ব না শুধু আমার বা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের আছে। এই জোটের মূল অংশীদার কংগ্রেস। তাঁরাই এই নিয়ে উদাসীন রয়েছেন। আমি কতবার বলেছি, আমাদের মাঝেমধ্যেই একসঙ্গে বসে আলোচনা করা উচিত, কিন্তু লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে এখনও আমরা সকলে মিলে এই জোট নিয়ে বৈঠক করিনি। এভাবে জোট কতদিন চলবে, সেই নিয়ে সংশয় রয়েছে। আজ নবান্নতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে”।
দেখুন ওমর আবদুল্লার মন্তব্য
#WATCH | Kolkata | On asking if his visit to West Bengal is to strengthen the INDIA Alliance, J&K CM Omar Abdullah says, "The responsibility to strengthen the INDIA alliance is neither mine nor Mamata Banerjee's. This responsibility belongs to the biggest partner of the INDIA… pic.twitter.com/YQab5zR8i8
— ANI (@ANI) July 10, 2025
লোকসভায় চমকপ্রদ ফল ছিল ইন্ডিয়া জোটের
প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা নির্বাচনে পরাজয় হলেও মোদী-শাহদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল ইন্ডিয়া জোট। কংগ্রেস বিরোধী দল হয়েও মাত্র ৯৯টি আসন পেয়েছিল। সেখানে ইন্ডিয়া জোট ২৩৪টি আসন জয় করেছিল। এই নম্বর যে শুধু জোটের মাধ্যমেই হয়েছে, সেকথা বুঝতে পেরেছিল বিজেপি সহ এনডিএ জোট। কিন্তু একবছর পেরোতে না পেরোতেই সেই ইন্ডিয়া জোটের ভবিষ্যত এখন তলানিতে।