জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস।২০১৪ সালের পরে আবার জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হতে চলেছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে ৯০ আসনের জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে তিনটি ধাপে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর। ফল ঘোষণা হবে ৪ অক্টোবর।
বুধবার থেকে দু’দিনের জম্মু ও কাশ্মীর সফরে এসেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী(Lok Sabha LoP and Congress leader Rahul Gandhi) এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Congress chief Mallikarjun Kharge)। আজ শ্রীনগরের একটি হোটেলে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। যে হোটেলে বৈঠক হওয়ার কথা তাঁর বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জম্মু ও শ্রীনগরে প্রার্থী বাছাই এবং প্রচার কৌশল নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা সেরে নেবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়্গে।২০২৪ এর লোকসভা ভোটে ফারুক আবদুল্লা-ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের (National Conference) সঙ্গে আসন সমঝোতা করে লড়েছিল কংগ্রেস। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আর এক শরিক পিডিপি(PDP) একক শক্তিতে লড়েছিল। এ বারও তেমনটাই হতে পারে বলে মনে করা হচ্ছে।
শ্রীনগরে হোটেলের বাইরে জোরদার হল নিরাপত্তা-
#WATCH | Srinagar, J&K: Security heightened outside the hotel where Lok Sabha LoP and Congress leader Rahul Gandhi and Congress chief Mallikarjun Kharge will be holding a meeting with party workers today. pic.twitter.com/7Y3xJ5c8Js
— ANI (@ANI) August 22, 2024
#WATCH | Srinagar, J&K: Security heightened outside the hotel where Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi and Congress chief Mallikarjun Kharge will be holding a meeting with party workers today. pic.twitter.com/rZGXROj7t9— ANI (@ANI) August 22, 2024