আসন্ন জি ২০ মিটিং উপলক্ষ্যে নতুন করে সেজে উঠেছে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন বা আইটিপিও কমপ্লেক্স।আগামী ২৬ শে জুলাই উদ্বোধন হতে চলেছে এই নতুনভাবে তৈরি হওয়া ভবনের। একনজরে দেখে নেওয়া যাক কি কি রয়েছে এর মধ্যে।
১২৩ একর জায়গা জুড়ে তৈরি হওয়া এই অফিসের মধ্যে রয়েছে সবরকমের ব্যবস্থা। যে কোন রকমের ইভেন্টের জন্য ব্যবহত হওয়া বিশ্বের সেরা ১০টি মধ্যে অন্যতম এই স্থান। কনভেনশন সেন্টারে রয়েছে একসঙ্গে ৭ হাজার মানুষের বসার আসন। যা অষ্ট্রেলিয়ার সিডনি অপেরার থেকেও বেশি।
আর্ন্তজাতিক মানের অনুষ্ঠান থেকে বিভিন্ন ধরনের ইভেন্টের জন্য তৈরি করা হয়েছে এই কমপ্লেক্স। এছাড়া ৩ হাজার জন বসার উপযুক্ত অ্যাম্পি থিয়েটার রয়েছে এই কমপ্লেক্সে যা ৩ টি পিভিআর থিয়েটারের সমান।
এখানে অবস্থিত পার্কিংয়ে রয়েছে ৫ হাজার ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা। সিগন্যাল মুক্ত যাতায়াতের ব্যবস্থাও রয়েছে যাতে আগত অতিথিরা কোনরকম সিগন্যালের বাধা ছাড়াই পৌছে যেতে পারেন নির্দিষ্ট গন্তব্যস্থলে।
Redeveloped ITPO complex which will host India’s G20 leaders meet to be inaugurated on July 26
Read @ANI Story | https://t.co/9yknYzMDw1#ITPOcomplex #G20 #G20India #pragatimaidan pic.twitter.com/d9l06nJmDM
— ANI Digital (@ani_digital) July 23, 2023