চিত্রকূট (উত্তরপ্রদেশ): এক ব্যক্তির তিন বৌকে নিয়ে করওয়া চউথ (Karwa Chauth) পালন করার ভিডিয়ো ভাইরাল (Viral Video) হল সোশ্যাল মিডিয়াতে। যা দেখার পর মিশ্র প্রতিক্রিয়া তৈরি দিয়েছে নেটিজেনদের মধ্যে। কেউ কেউ তাঁদের পারস্পরিক বন্ধনকে কুর্নিশ জানালেও কেউ কেউ আবার করছেন কটাক্ষ। অনেকে আবার এই ধরনের ঘটনা একমাত্র ভারতেই (India) সম্ভব বলে মন্তব্য করছেন।
জানা গেছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) চিত্রকূট (Chitrakoot) জেলার কাসিরাম (Kanshi Ram Colony) কলোনির ওই বাসিন্দার নাম কৃষ্ণা (Krishna)। সম্প্রতি হয়ে যাওয়া করওয়া চউথে কৃষ্ণার তিন স্ত্রী একসঙ্গে তাঁদের স্বামীর দীর্ঘজীবন কামনা করে এই প্রথা পালন করলেন। আজ থেকে ১৪ বছর আগে একসঙ্গে তিন বোন শোভা, রিনা ও পিঙ্কিকে বিয়ে করেছিল কৃষ্ণা। তারপর থেকে প্রতিবছর তিন বোন মিলে তাঁদের স্বামীকে নিয়ে একসঙ্গে সুখে সংসার করে আসছে। করওয়া চউথের দিনও তিনজন সারাদিন উপোস করে স্বামীর দীর্ঘজীবনের প্রার্থনা করেন। বর্তমানে তিন জনেরই দুটি করে মোট ছটি সন্তান রয়েছে।
কৃষ্ণা এই বিষয়ে কিছু বলতে রাজি না হলেও তাঁর এক আত্মীয় জানান, ওই তিনজন একসঙ্গে খুব সুখেই সংসার করছেন। কখনও কোনও অশান্তি হতে দেখা যায়নি। তিনজনেই গ্র্যাজুয়েশন করা মেয়ে। আর সন্তানদেরও উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান। আমরা প্রথমে ভেবেছিলাম এই ধরনের সম্পর্ক টিকতে পারবে না। কিন্তু, আমাদের ভুল প্রমাণ করে দিয়ে ওরা ১৪ বছর ধরে সুখ ও শান্তিতে সংসার করছে। তবে আজ পর্যন্ত কৃষ্ণা আমাদের ওই তিনটে মেয়েকে একসঙ্গে বিয়ে করার কারণ জানায়নি।