দিল্লি, ১৪ ফেব্রুয়ারি: বিবিসির (BBC) দিল্লি অফিসে হানা দিল আয়কর দফতর। সূত্রের তরফে মিলছে এমন খবর। মঙ্গলবার বেলা বাড়তেই দিল্লিতে বিবিসির অফিসে হানা দেয় আয়কর দফতর। জানা যাচ্ছে, সার্ভে করতেই বিবিসির অফিসে আয়কর দফতরের আধিকারিকরা হাজির হন। দিল্লিতে বিবিসির অফিসে আয়কর দফতরের আধিকারিকরা হানা দিতেই, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়। আদানিকে নিয়ে তদন্তের দাবি করতেই কেন্দ্রীয় সরকার এবার বিবিসির অফিসে আয়কর দফতরের হানাদারি চালাল বলে তোপ দাগেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কংগ্রেসের ট্যুইচার হ্যান্ডেলের তরফেও এই ঘটনার জোরদার সমালোচনা করা হয়। বিবিসির ডকুমেন্টরি নিষিদ্ধ করার পর এবার তাদের অফিসে আয়কর হানাদারি চালানো হয়। এই ঘটনাকে অঘোষিত জরুরি অবস্থা বলে তোপ দাগা হয় কংগ্রেসের তরফে।
আরও পড়ুন: IT Department In BBC Office: দিল্লিতে বিবিসির অফিসে হাজির আয়কর আধিকারিকরা, দাবি সূত্রের
पहले BBC की डॉक्यूमेंट्री आई, उसे बैन किया गया।
अब BBC पर IT का छापा पड़ गया है।
अघोषित आपातकाल
— Congress (@INCIndia) February 14, 2023
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও বিষয়টি নিয়ে মুখ খোলেন। এই ঘটনাকে আদর্শগত জরুরি অবস্থা বলে তোপ দাগেন অখিলেশ যাদব।
BBC पर छापे की ख़बर ‘वैचारिक आपातकाल’ की घोषणा है। @BBCIndia
— Akhilesh Yadav (@yadavakhilesh) February 14, 2023
প্রসঙ্গত বিবিসির অফিসে আয়কর হানার পর প্রায় ৩.৫ ঘণ্টা কেটে গেলেও, এখনও সেখানে আধিকারিকরা রয়েছেন বলে খবর।