মহাকাশে ৭ টি স্যাটেলাইট পাঠাল ইসরো। রবিবার সকাল ৬.৩০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান সেন্টার থেকে উৎক্ষেপন করা হয় রকেট।
ইসরোর তরফে একটি টুইট করা হয় তাতে জানানো হয়, মিশন সাফল্যপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।পিএসএলভি পি৫৬ রকেট সমস্ত স্যাটেলাইটগুলিকে সঠিক স্থানে রাখতে পেরেছে বলে জানানো হয়।
মহাকাশে পাঠানো হয়েছে ডিএশ এসএআর নামের একটি স্যাটেলাইট যা নিউ ইন্ডিয়া স্পেস লিমিটেড নামের একটি সংস্থার রাডার ইম্যাজিং আথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এটি মহাকাশে কাজ করতে শুরু করলে সিঙ্গাপুরের মধ্যস্থিতি বিভিন্ন এজেন্সীর জন্য কাজ করবে এই স্যাটেলাইট। এর পাশাপাশি আরও ৬ টি স্যাটেলাইট পাঠানো হয়েছে মহাকাশে ছেড়ে দেওয়া হবে।
ডি এসএআর নামের এই স্যাটেলাইটটিতে রয়েছে একটি সিন্থেটিক অ্যাপেচার রাডার যাযা ইজরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রীজের তৈরি। যার ফলে স্যাটেলাইটটি দিনরাত সমানভাবে বিভিন্ন পরিস্থিতিতে কাজ করতে সক্ষম।
এর আগেও বিভিন্ন দেশের স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ইসরো। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ও ব্রিটেনেরও রয়েছে বেশ কিছু স্যাটেলাইট।
ISRO launches PSLV-C56 carrying 7 satellites from Sriharikota
Read @ANI Story | https://t.co/VaCdDRK1bG#ISRO #PSLV #Sriharikota #Satellites pic.twitter.com/VNL48WKHo3
— ANI Digital (@ani_digital) July 30, 2023