দিল্লি, ১৭ জুন: ইজরায়েলের সঙ্গে ইরানের (Israel-Iran War) সংঘাত ক্রমশ বাড়ছে। ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাত যখন চরমে, সেই সময় কমতে পারে বাসমতি চালের দাম। ইরান-ইজরায়েলের যুদ্ধে পশ্চিম এশিয়া (West Asia) যখন উত্তপ্ত, সেই সময় ভারতের বাসমতি গ্রাহকদের পকেটের রেস্তো কিছুটা কম খরচ হতে পারে বলে খবর মিলছে।
রিপোর্টে প্রকাশ, ভারত (India) থেকে ইরানে টন টন বাসমতি চাল (Basmati Rice) রফতানি করা হয়। ২০২৪-২০২৫ সালে ভারত থেকে ইরানে যে পরিমাণ বাসমতি চাল রফতানি করা হয়েছে, তার মূল্য ৬,৩৭৪ কোটি। যা ভারতের বাসমতি চাল রফতানির ১৩ শতাংশ। ফলে ভারত থেকে এবার বাসমতি চাল ইরানে রফতানি সেভাবে করা যাচ্ছে না। ফলে ইরানে যেহেতু বাসমতি চাল রফতানি করা যাচ্ছে না, তার জন্যই এবার ভারতে তার দাম কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই নিয়ে ৫ দিনে পড়ল ইরান এবং ইজরায়েলের যুদ্ধ। ইজরায়েল যেমন ইরানে আঘাত করছে. তেমনি ইরানও কোনওভাবে ছাড়ছে না। মঙ্গলবার ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের (Mossad) কেন্দ্রে হামলা চালায় ইরান। তেল আভিভের কাছে হারজ়িলিয়ায় মোসাদের যে কেন্দ্র রয়েছে, সেখানেই হামলা চালায় ইরানের মিসাইল। যার জেরে মোসাদের গুপ্তচর সংস্থার অফিস দাউ দাউ করে জ্বলতে শুরু করে।