Israel-Hamas War (Photo Credit: IANS/Twitter)

উত্তর ইজরায়েলে (Israel) হেজবুল্লা জঙ্গিদের ছোঁড়া মিসাইলের (Missile) আঘাতে মৃত্যু হয় ভারতীয় (Indian) পতনিবিন ম্যাক্সওয়েলের। হেজবুল্লা জঙ্গিদের মিসাইলের আঘাতে ফার্মে কর্মরত অবস্থায় মৃত্যু হয় কেরলের বাসিন্দা ম্যাক্সওয়েলের। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়। ম্যাক্সওয়েলের পাশাপাশি তাঁর দাদাও ইজরায়েলে কর্মরত। ভাইয়ের মৃত্যুর পর তিনি উত্তর ইজরায়েলে চলে যান। জানা য়ায়, ম্যাক্সওয়েলের মৃতদেহ দেশে ফিরতে ৪ দিন সময় লাগবে। ম্যাক্সওয়েলের মৃত্যুর পর পুত্রশোকে মূহ্যমান বাবা বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি অভিযোগ করেন, হেজবুল্লা জঙ্গিরা যখন একের পর এক মিসাইল ছুঁড়তে শুরু করে, সেই সময় তাঁর ছেলেকে নিরাপদ জায়গায় যাওয়ার অনুমতি দেয়নি ইজরায়েল।

ম্যাক্সওয়েলের বাবার অভিযোগ, গত ২ সপ্তাহ ধরে ইজরায়েল-লেবানন সীমান্ত উত্তপ্ত হতে শুরু করে। তিনি ওই জায়গা ছাড়ার কথা জানালেও, তাঁকে নিরাপদ জায়গায় যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ তাঁর বড় ছেলে নিবিন বাড়িতে ফোন করে ম্যাক্সওয়েলের আহত হওয়ার খবর জানান। তার কয়েক ঘণ্টার মধ্যেই ম্যাক্সওয়েলের মৃত্যু হয় বলে তাঁরা জানতে পারেন। ইজরায়েল এবং হামাস, দুই কর্তৃপক্ষেরই উচিত বিদেশিদের নিরাপদ জায়গায় সরানো। এমনও মত প্রকাশ করেন ম্যাক্সওয়েলের পুত্রহারা বাবা।

আরও পড়ুন: Israel-Hamas War: হেজবুল্লার মিসাইলের আঘাতে ভারতীয়র মৃত্যুর ঘটনায় বিস্মিত ইজরায়েল

এদিকে উত্তর ইজরায়েলে হেজবুল্লা জঙ্গিদের মিসাইলের আঘাতে যে ভারতীয়র মৃত্যু হয়েছে,তা জেনে তারা বিস্মিত। এমনই জানায় ইজরায়েল। পাশাপাশি ম্যাক্সওয়েলের দেহ যাতে ভারতে ফেরানো যায়, সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও জানানো হয় তেল আভিভের তরফে।